E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রত্যাশা ২০২১ ফোরামের ৭ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ২৮ ২২:২২:০৯
প্রত্যাশা ২০২১ ফোরামের ৭ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি :স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে স্বণির্ভর বালাদেশ গড়ার প্রত্যায়ে ”প্রত্যাশা ২০২১ ফোরামের” সপ্তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার বিকালে মুজিবনগর আম্রকাননে শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত “আমার স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক নাগরিক সমাবেশ ও সম্মেলনন অনুষ্ঠিত  হয়।

প্রত্যাশা ২০২১ ফোরামের সভাপতি মাহিদুল হক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার এম আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ড. আহমেদ আলী কবীর, সম্মেলনের আহাবয়ক মাশুক শাহী, সংগঠক শামিম জাহাঙ্গীর সেন্টু। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু প্রত্যাশা ২০২১ ফোরামের সদস্য সচীব আতাউর রহমান প্রমুখ।

নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিষ্টার এম আমিরুল ইসলাম বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রত্যাশা ২০২১ ফোরাম কাজ করে যাচ্ছে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উদিচির মেহেরপুর জেলা শাখার শিল্পী ও প্রত্যাশা ২০২১ এর শিল্পীরা জাতীয় সঙ্গীতে কন্ঠ দেন।


(আইএম/এসসি/নভেম্বর২৮,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test