E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীর জোড় ইজতেমায় ৪ মুসুল্লীর মৃত্যু

২০১৪ নভেম্বর ৩০ ১৭:৫০:০৭
টঙ্গীর জোড় ইজতেমায় ৪ মুসুল্লীর মৃত্যু

গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্বইজতেমা ময়দানের জোড় ইজতেমা ময়দানে যোগ দিতে আসা চার মুসুল্লী মারা গেছেন। তারা হলেন- টাঙ্গাইলের মো. সামসুল হক ওরফে সামশুদ্দিন (৭০), লালমনিরহাটের মো. আজিম উদ্দিন (৭০) ও বাঘের হাটের হাবিবুর রহমান (৭০) ও আব্দুল  লতিফ (৭২)।

ইজতেমা ময়দানের মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার দুপুর ১২ টার দিকে বুকে ব্যথা অনুভব করেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে হাবিবুর রহমান (৭০)। পরে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন বাঘেরহাট জেলার মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল লতিফ । পরে টঙ্গী হাসপাতালে নিলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে টঙ্গী থানার এএসআই মো. শাহীনুর জানান, শনিবার ভোর ৫টারদিকে বাধ্যর্কজনিত অসুখে মারা গেছেন লালমনিরহাটের আজিম উদ্দিন ।

এছাড়া শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থতাবোধ করেন মুসুল্লী সামসুল হক ওরফে সামসুদ্দিন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইজতেমা ময়দানে জানাযা নামাজ শেষে তাদের লাশ স্ব-স্ব ঠিকানায় পাঠানো হয়।

শুক্রবার থেকে ৫দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। দেশ-বিদেশের হাজার হাজার মুসুল্লী টঙ্গীর ওই জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার বাদ জোহর শেষ হবে ওই ইজতেমা। প্রতি বছর বিশ্বইজতেমার ৪০দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

(এসএএস/এএস/নভেম্বর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test