E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার ধুনটে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পে ভাঙন

২০১৪ নভেম্বর ৩০ ২১:৫৯:৩৩
বগুড়ার ধুনটে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পে ভাঙন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে যমুনা নদীর ভাঙন ঠেকাতে নির্মানাধীন ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৭০০ মিটার অংশ অসময়ে ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়েছে। রোববার ভোর রাত থেকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি-বরইতলী গ্রামে আকষ্মিক ভাবে যমুনা নদীতে এই ভাঙ্গন দেখা দেয়

।বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে যমুনা নদীর ভাঙনে কৈয়াগাড়ি ও বরইতলী গ্রামের ৪০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়। সেই ভাঙন ঠেকাতে জরুরীভাবে ডান তীর সংরক্ষন প্রকল্পের আওতায় ৩২ কোটি টাকা বরাদ্দ দেন। এই অর্থ দিয়ে কৈয়াগাড়ি থেকে বরইতলী গ্রাম পর্যন্ত যমুনা নদীতে ৭০০মিটার দৈর্ঘ্য ডান তীর সংরক্ষন প্রকল্প বাস্তবায়ন হবে।

গত এক সপ্তাহ আগে থেকে ডান তীর সংরক্ষন প্রকল্পের কাজ শুরু করা হয়। কিন্তু সেই প্রকল্পে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, এবার বর্ষা মৌসুম থেকে নদী ভাঙন শুরু হয়েছে। নদী একটু একটু করে ভাঙতেই আছে। এরই মধ্যে কৈয়াগাড়ি ও বরইতলী গ্রামে বাহাদুর আলী, জহুরুল ইসলাম, শাহাজাহন আলী, ওসমান গুনি, ময়না বেগম, সোহরাব আলী, আয়নাল হক, আমজাদ হোসেন, কাবুল হোসেন, সুরত জামান, ইয়াকুব আলী, ফেরদৌস আলম ও রায়হানুল আলম কাইলাসহ ৪০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। এই ভাঙন ঠেকাতে কাজ শুরু করা হলেও তা চলছে ধীর গতিতে। ভাঙন স্থানে বালু ভর্তি জিও ব্যাগ রাখা হলেও তা ভাঙন ঠেকানোর কাজে ব্যবহৃত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসিনতার কারনে প্রকল্পের কাজ করতে পারছে না ঠিকাদার।

এদিকে অব্যাহত নদী ভাঙনে জনবসতি ভয়াবহ হুমকির মুখে পড়েছে। যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের বৃদ্ধা আম্বিয়া খাতুন জানান, আংগোরে জীবনে হুকনা (শুস্ক) মুসুমে এ রহম বাংগন (ভাঙন) দেহি নাই। বাংগনের শব্দে ভয়ে রাত জেগে কাটাইছি।

বরইতলী গ্রামের আজগর আলী (৬০) জানান, আগে কখনও শুস্ক মৌসুমে নদী এ ভাবে ভাঙেনি। এ বারই প্রথম শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন দেখলাম। নদী ভাঙন ধেয়ে আসছে জনবসতির দিকে। ফলে চরম শঙ্কার মধ্যে দিন কাটছে যমুনা পাড়ের মানুষ।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব বলেন, যমুনা নদীর পানি দ্রুত গতীতে কমছে। তাই নদীর প্রবল স্রোতে ঘূর্ণেবর্তের সৃষ্টি হয়ে যমুনা পাড়ে আঘাত হানছে। এ কারনে ভাঙনের কবলে পড়েছে যমুনা নদীতে নির্মানাধীন ডান তীর সংরক্ষন প্রকল্প। তবে এই ভাঙন ঠেকানোর জোর চেষ্টা চলছে।


(এএসবি/এসসি/নভেম্বর৩০,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test