E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোয়াংছড়িতে সহস্রাধিক গরীব-অসহায়দের চিকিৎসা প্রদান

২০১৪ মে ০৩ ১৩:৪৫:০৫
রোয়াংছড়িতে সহস্রাধিক গরীব-অসহায়দের চিকিৎসা প্রদান

বান্দরবান প্রতিনিধি : সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে সহস্রাধিক গরীব অসহায় লোকজনদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী রোয়াংছড়ি উপজেলায় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দূর্গমাঞ্চলের পনেরটি পাড়ার নারী পুরুষদের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর কমান্ডিং অফিসার লে. কর্নেল ডা. শাখাওয়াত হোসেন, বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. ইরফানুল ইসলাম, রোয়াংছড়ি ইউএনও মোহাম্মদ ইসমাইল মেজর মনোয়ারুল আজিজ, ক্যাপ্টেন আল আমীনসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী জানান, রোয়াংছড়িসহ দুর্গম অঞ্চলের অসহায় দারিদ্র জনগোষ্ঠি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। পাহাড়ী দুর্গমাঞ্চলে এই অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো জানান, আজ সারাদিন সেনা রিজিয়নের উদ্যোগে সেনাবাহিনীর ছয় জন বিশেষজ্ঞ চিকিৎসক দাঁত, চক্ষু’সহ বিভিন্ন রোগের সহস্রাধিক পাহাড়ী-বাঙ্গালী গরীব-অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামুল্যে ওষুধ এবং দূর্গমাঞ্চল থেকে আসা রোগীদের খাবারের আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও প্রতিটি পাড়ার মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে বিভিন্ন রোগ ও স্বাস্থ্য পরিচর্চা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। চিকিৎসা সেবা নিতে আসা জটিল রোগে আক্রান্ত রোগীদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।

(এএফবি/এটি/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test