E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে পিএসসি পরীক্ষার্থী অপহরণ

২০১৪ নভেম্বর ৩০ ২২:৪০:০৩
ঈশ্বরদীতে পিএসসি পরীক্ষার্থী অপহরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:রবিবার রাত সাড়ে সাতটার দিকে ঈশ্বরদীতে পিএসসি পরীক্ষার্থী এক শিশু ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে।

ভাড়ইমারী গ্রামের সরদারপাড়ার অপহৃত শিশু ফাতেমা তুজ জোহরা রিম (১১) এর বাবা রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৭ টার দিকে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে পাপ্পু সদলবলে তার বাড়িতে এসে বাড়ির কলিং বেল টিপলে রিমের মা দরজা খুলে দেয়।

পাপ্পু এসময় রিমের মূখে কাপড় চেপে ধরে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। রিমের মার চিৎকার চেঁচামেচিতে এসময় এলাকার লোকজন এগিয়ে আসলেও মাইক্রেবাসটিকে ধরা সম্ভব হয়নি।

রিমের বাবা আরও জানান, পাপ্পু একই গ্রামের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র। বেশ কিছুদিন যাবত হাতে-পায়ে লম্বা তার মেয়েটিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেও তারা পঞ্চম শ্রেণির শিশু কণ্যাকে বিয়ে দিতে রাজী না হওয়ায় এই অপহরণের ঘটনা ঘটিয়েছে।

থানার ওসি বিমান কুমার দাস জানান, শিশু রিমকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই ফোর্স পাঠানো হয়েছে। এদিকে থানায় অপহরণের মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানিয়েছেন।




(এসকেকে/এসসি/নভেম্বর৩০,২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test