E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

 আজ রাজশাহী মহানগরে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

২০১৪ ডিসেম্বর ০১ ১০:৩৯:৩৬
 আজ রাজশাহী মহানগরে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রাজশাহী প্রতিনিধি:আজ রাজশাহী মহানগরে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে
হরতাল শুরুর পর থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন পয়েন্টে মিছিল-সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে এ হরতাল পালন করছে ছাত্রদল।

পুলিশ জানায়, হরতালের সমর্থনে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের সমর্থনে সোমবার ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান বক্তব্য দেন।

এছাড়া সকাল ৭টার দিকে নগরীর অলকার মোড়ে সমাবেশ করে মহানগর ছাত্রদল। সমাবেশে জেলা ছাত্রদল নেতারা একাত্মতা ঘোষণা করে রাজশাহীর সব উপজেলাতেও হরতাল পালনের ঘোষণা দেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। রাজশাহী থেকে ছেড়ে যায় নি দূর পাল্লার বাসও। বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) এক সমাবেশে এই হরতালের ডাক দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখা ছাত্রদল।


(ওএস/এসসি/ডিসেম্বর ০১,২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test