E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব এইডস দিবসে সাক্ষরতা দিবসের প্ল্যাকার্ড !

২০১৪ ডিসেম্বর ০১ ১৪:৩১:৩৯
বিশ্ব এইডস দিবসে সাক্ষরতা দিবসের প্ল্যাকার্ড !

মেহেরপুর প্রতিনিধি : বিশ্ব এইডস দিবসের র‌্যালিতে সাক্ষরতা দিবসরে প্ল্যাকার্ড নিয়ে সেভ দিয়ে চিলড্রেনের কয়েকজন কর্মীকে র‌্যালিতে অংশ নিতে দেখা যায়। এইডস দিবসে স্বাক্ষরতার গুনাগুন গাওয়া নিয়ে র‌্যালি শেষে আলোচনা সভায় ব্যাপক সমালোচনারও শিকার হন সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তারা।

এদিকে এ নিয়ে নানামুখী সমালোচনা ইতোমধ্যে শুরু হেয়ে গেছে। সেভ দ্যা চিলড্রেনের মেহেরপুর প্রজেক্টের কতৃপক্ষ অবহেলা করে নাকি জেলা স্বাস্থ্য বিভাগকে তোয়াক্কা না করে স্বাক্ষরতা দিবসের প্ল্যাকার্ড এইডস দিবসের র‌্যালিতে বহন করেছে। অথবা এইড দিবসের বাজেটের অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে কৌশলে পুরোনো প্ল্যাকার্ডে কাজ সেরেছে সেটা নিয়েও সমালোচনার অন্ত নেই।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সাখে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারভাইজার আব্দুুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেনসহ তাদের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার শুরুতেই দু:খ প্রকাশ করেছেন । এবং এ ধরনের ভুল আর হবে না বলে নিশ্চিত করেছেন বলে তিনি জানান।

সেভ দ্যা চিলড্রেন মেহেরপুর প্রজেক্ট অফিসের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন জানান, যে কোনো ধরেনর অনুষ্ঠান লিডিং এনজিও হিসেবে সেভ দ্যা চিলড্রেন সহযোগিতা করে থাকে। স্বাস্থ্য বিভাগ পোষ্টার কম দেয়ায় কিছু প্ল্যাকার্ডে স্বাক্ষরতার পোষ্টার চলে আসছে। এর দায় স্বীকার করে নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ বা আমাদের পক্ষ থেকে র‌্যালী শুরু করার আগে দেখে নিলে এই ভুল হত না বলে তিনি জানান।

রবিবার সকাল ৯টার সময় জেলা স্বাস্থ্য বিভাগ ও সেভ দ্যা চিলড্রেন মেহেরপুর অফিসের উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই এই প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম, বিএএমএ’র জেলা সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন। র‌্যালিতে সেভ দ্যা চিলড্রেনের কয়েকজন কর্মীকে সাক্ষরতা দিবসের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

(ইএম/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test