E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে ঘাতক আমানের শাস্তির দাবিতে মানববন্ধন

২০১৪ ডিসেম্বর ০১ ১৫:১৬:৩৯
পঞ্চগড়ে ঘাতক আমানের শাস্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে শিশু সন্তানসহ গৃহবধু আইরিন আক্তার আরজুকে হত্যার প্রতিবাদ ও ঘাতক স্বামী আমানউল্লাহ আমানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের শেরেবাংলা পার্কের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

আরজু ও তার শিশু সন্তান সাবিদ হোসেনকে গত ৫ নভেম্বর ঢাকার মিরপুরের মধ্য পাইকপাড়ার ভাড়া বাসায় আমান শ্বাসরোধ করে হত্যা করে। আরজুর মা ও ভাইয়েরা শহরের ইসলামবাগে বসবাস করেন।


জানা গেছে, পঞ্চগড়বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শহরের জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। এ সময় তারা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে কালোব্যাজ ধারণ ও আমানের ফাঁসির দাবি সম্বলিত পোষ্টার ব্যানার বহন করেন। এ সময় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাপার সাধারণ সম্পাদক আবু সালেক, নিহত আরজুর ছোট ভাই অপু রহমান ও তার খালা মিলি আক্তার, আব্দুল্লাহ আল মামুন রণিক ও আবু আনছার বাবু, সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নিহত আরজুর ছোট ভাই অপু রহমান বলেন, সুষ্ঠু তদন্তের জন্য মিরপুর মডেল থানায় দায়ের করা মামলাটি ডিবিতে হস্তান্তরের আবেদন করা হয়েছে। এ আবেদন গ্রহণ ও মামলাটি চাঞ্চল্যকর হিসেবে চিহ্নিত করে তদন্তকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান তিনি।

সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

(এসএবি/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test