E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বত্য চুক্তি বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন

২০১৪ ডিসেম্বর ০২ ১৪:০৬:১৯
পার্বত্য চুক্তি বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : সর্বক্ষেত্রে বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার এবং আদালত কর্তৃক অসাংবিধানিক ঘোষিত কালো চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

আজ সকাল সাড়ে ১০ টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য কালো চুক্তির ১৭তম বার্ষিকী পালন উপলক্ষে এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

এ সময় পার্বত্য নাগরিক পরিষদের নেতা আতিকুর রহমান, নুরুল আলম মাঝি, বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক কামরান ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ১৭ বছর আগে সম্পাদন হওয়া পার্বত্য চুক্তি আদালত কর্তৃক অসাংবিধানিক প্রমানিত হয়েছে। ফলে এই চুক্তির কোন বৈধতা নেই। এই চুক্তি অবৈধ এবং কালো চুক্তি। অবিলম্বে চুক্তি বাতিল করে পাহাড়ে বসবাসরত বাঙ্গালীদের সর্বক্ষেত্রে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।

এদিকে চুক্তির পুর্ণ বাস্তবায়ন দাবী করে আজ বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ প্রাঙ্গনে শান্তি চুক্তির ১৭তম বর্ষিকী পালন করবে জনসংহতি সমিতি ও পিসিপি। এ উপলক্ষে পাহাড়ী নেতৃবৃন্দরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

(এএফবি/এসসি/ডিসেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test