E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্ত্যক্তকারীর হাত থেকে রেহাই পাচ্ছেনা স্কুল ছাত্রী, আটক ১

২০১৪ ডিসেম্বর ০২ ১৮:৪৯:২৬
উত্ত্যক্তকারীর হাত থেকে রেহাই পাচ্ছেনা স্কুল ছাত্রী, আটক ১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভাতিজীকে উত্ত্যক্তকারীর হামলায় চাচা তফিজ উদ্দিনের প্রাণ হারালেও বখাটেদের হাত থেকে নিস্তার পাচ্ছেনা এক স্কুল ছাত্রী। হত্যা মামলা হওয়াতে উত্ত্যক্তকারীরা আগের চেয়ে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। বখাটেরা এবার রাস্তায় প্রকাশ্যে ছাত্রীর ওড়না ধরে টানাটানি করেছে। ঘটনার পর স্থানীয়দের চাপে মঙ্গলবার সকালে উত্ত্যক্তকারী দলের এক বখাটেকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ওই ছাত্রী কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত। স্কুলে আসা-যাওয়ার পথে একই গ্রামের বখাটে তাইজুল, মামুন, নাজমুল উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় গত মাসে ওই ছাত্রীর চাচা তফিজ উদ্দিনকে (৫৫) বখাটেরা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গফুর শেখের ইন্দনে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে হত্যা মামলা হলেও পুলিশ এ মঙ্গলবার সকাল পর্যন্ত একজন আসামীকেও গ্রেপ্তার করেনি। এতে বখাটেরা আরো বেপরোয়া হয়ে উঠে।

গত সোমবার স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে তাইজুল শেখের (২০) নেতৃত্বে একাধিক বখাটে ওই ছাত্রীর পথরোধ করে এবং প্রকাশ্যে ওড়না নিয়ে টানাটানি করে। এক পর্যায়ে ছাত্রীটি দৌড়ে বাড়ীতে গিয়ে অভিভাবকদের ঘটনা জানায়। মঙ্গলবার ছাত্রীর পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে অভিযোগ জানালে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার দুই পক্ষের উপস্থিতিতে অভিযুক্ত তাইজুলকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সে ছাত্রীর ওড়না টানাটানির ঘটনা স্বীকার করে। পরে তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সে ওই ছাত্রীর চাচা তফিজ হত্যা মামলার এজারভূক্ত ৬ নম্বর আসামী।

নিহত তফিজ উদ্দিনের স্ত্রী ও মামলার বাদী হেলেনা বেগম অভিযোগ করেন, ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা দিব্বি ঘুরে বেড়ালেও তদন্ত কর্মকর্তা এসআই রাজীব চক্রবর্তী তাদের গ্রেপ্তার না করে পালিয়ে বেড়াতে পূর্ণ সহযোগীতা করছেন। উত্ত্যক্তকারীরা আগের চেয়ে বেশি বেপরোয়া হওয়ায় আমাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই রাজীব চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, তাইজুল তফিজ হত্যা মামলার এজারভূক্ত আসামী। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসএএস/অ/ডিসেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test