E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

২০১৪ মে ০৩ ১৬:৩৬:২৩
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘সুশাসনের জন্য মুক্ত গণমাধ্যম’ এই প্রতিপাদ বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সকালে শহরের নবাবগঞ্জ ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুর রহমান।

জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম-এলজিজেএফ’র সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, প্রবীন সাংবাদিক মো. তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ প্রমুখ। ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসি ও এসডিসির সহযোগিতায় এবং সিটিজেন ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস-সিভিআইপিএস প্রকল্পের আওতায় জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম এ সব কর্মসূচির আয়োজন করে।
(এআরএন/এএস/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test