E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে সন্তানের স্বীকৃতির দাবীতে মামলা

২০১৪ ডিসেম্বর ০৩ ১৫:৪৭:৪২
মদনে সন্তানের স্বীকৃতির দাবীতে মামলা

মদন (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের কন্যা ও নেত্রকোণা এন আকন্দ মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্রী রোকেয়া আক্তার (২৫) তার গর্ভজাত সন্তানের স্বীকৃতির দাবীতে মদন থানায় একটি মামলা দায়ের করেছে।

অভিযোগে প্রকাশ, চাকুরীর প্রলোভন দিয়ে সন্ধানী লাইফ ইনসুরেন্স মদন শাখার ম্যানেজার মোশারফ হোসেন অবৈধ সম্পর্ক গড়ে তোলে। তার সংস্থায় ক্যাশিয়ার পদে নিয়োগ দিয়ে কাজের ফাঁকে প্রায়ই দৈহিক মেলামেশায় লিপ্ত হয়। এক পর্যায়ে রোকেয়া আক্তার অন্তসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে বলে।

ম্যানেজার বিয়ে করতে রাজি না হওয়ায় কোন উপায়ান্ত না পেয়ে উপজেলার চেয়ারম্যানের স্বরনাপন্ন হয়। ম্যানেজার মদন থেকে পালিয়ে যাওয়ায় বিষয়টি স্পর্শকাতর থাকায় উপজেলা চেয়ারম্যান আইনের আশ্রয় নিতে বলেন।

এ ব্যাপারে গত ২৫ নভেম্বর/১৪ ইং মদন থানায় ১৬নং জিডি এন্ট্রি করা হয়। অন্তসত্ত্বা রোকেয়া আক্তার জানান, আমাকে বিয়ে করার প্রলোভনে সংস্থায় চাকুরী দিয়ে দৈহিক মেলামেশায় অন্তসত্ত্বা হই। সে পালিয়ে যাওয়ায় মাতাব্বরগণ ও উপজেলা চেয়ারম্যানের নিকট বিচারের জন্য গেলে তারা আইনের আশ্রয় নিতে বলেন। মদন থানায় মামলা করায় মোবাইলে ম্যাসেজের মাধ্যমে মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ জানান, রোকেয়া অন্তসত্ত্বা হয়ে বিচারের জন্য আমার কাছে আসে। অনেক খোঁজা খুঁজি করে যৌণলোলুক ম্যানেজার মোশারফকে না পাওয়ায় মেয়েটিকে আইনের আশ্রয় নিতে বলি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তাধীন রয়েছে। সন্ধানী লাইফ ইনসুরেন্স ম্যানেজার মোশারফ হোসেনকে একাধিক মোবাইল নম্বরে যোগাযোগ এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে কোন সচল নম্বর না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

(এএমএ/এসসি/ডিসেম্বর০৩,২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test