E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে ৩৭১ জন প্রতিবন্ধী সরকারি ভাতা পাচ্ছেন

২০১৪ ডিসেম্বর ০৩ ১৬:১৫:৪৭
ঝালকাঠিতে ৩৭১ জন প্রতিবন্ধী সরকারি ভাতা পাচ্ছেন

ঝালকাঠি  প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় সম্প্রতি সমাজসেবা অধিদফতর কৃর্তক পরিচালিত প্রতিবন্ধী সনাক্তকরণ কর্মসূচি অধীনে প্রাথমিকভাবে জরিপকৃত প্রতিবন্ধীর সংখ্যা ২২৬৬ জন। যদিও এ উপজেলা প্রতিবন্ধীর সংখ্যা আরও বেশি দাবি করে আসছে বেসরকারি বিভিন্ন সংগঠন। কিন্তু সরকারি হিসেবে এতো প্রতিবন্ধী হলেও ৫শ’ টাকা করে ভাতা পাচ্ছেন মাত্র ৩৭১ জন প্রতিবন্ধী।

উপজেলা সমাজসেবা অফিস সূত্র জানান, সম্প্রতি জরিপকৃত এ উপজেলায় ২ হাজার ২শ’ ৬৬ জন প্রতিবন্ধীর সনাক্ত করা হয়েছে। ৬ ইউনিয়নের মধ্যে সবচেয়ে পতিবন্ধী বেশি গালুয়া ও বড়ইয়া ইউনিয়নে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মুনসুর হাওলাদারের প্রতিবন্ধী ছেলে মনির হোসেন (২০)। তাকে নিয়ে পরিবারের কষ্টের আর শেষ নেই। মনিরের মা কুলসুম বেগম (৫০) পুত্রের লালন-পালন ও নিজের কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে বলেন ১২ বছর বয়স অইতে মোর পোলাডার আত-পায়ের শক্তি কইম্যা হুগাইয়া যাওয়া শুরু করে। হেয়ার বছর খানেক পর আডা-চলা বন্ধ ওইয়া লাশের মত বিছানায় পইর‌্যা থাহে। পোলারে খাওয়া, নাওয়া থেইক্কা পায়খানা প্রস্রাবও করাইয়া দিতাম। মুই ২ বছর আগে স্টোক করছি। নিজেও চলা ফেরা করতে পারি না। ছোট মেয়ে মরিয়ম জামাই বাড়ি না যাইয়া এহানে থাইক্কা মোগো দেহাশুনা করে। ওর ১ টা মাইয়া আছে। মোর স্বামী মুনসুর আলী বুড়া হইয়া গেছে। ছোট্ট একটা চায়ের দোকান দিয়া কোন রকমের সংসার চালায়। কি হরমু? প্যাডে থুইছি, মরণও চাইতে পারি না। জেন্দা লাশ টানতে টানতে এখন নিজেও জেন্দা লাশ অইয়া রইছি। মনির বলেন, ‘আল্লায় যেমন রাখছেন তেমনই আছি। কিছু করার নাই। তয় এই বাইচ্চা থাহার চাইয়া মরণ অনেক ভালো।’

দক্ষিন বড়ইয়া গ্রামের প্রতিবন্ধী এমদাদ (১৬) এর মা রানি বেগম জানান, ৩ বছর বয়স অইতে এমদাদের আত-পা অবশ হইয়া গ্যাছে। কিছুই করতে পারে না। জেলা সমাজসেবা অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ জেলায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। এর মধ্যে রাজাপুর উপজেলায় প্রতিবন্ধী বেশি। পালট-বড়ইয়া প্রতিবন্ধী সমিতির প্রতিষ্ঠিাতা পরিচালক আলমগীর শরীফ বলেন, বড়ইয়া ও পালট গ্রামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরি এবং সকল প্রতিবন্ধীদের ভাতারসহ নাগরিক সুযোগ-সুবিধা প্রদান জরুরি।

উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শঙ্কর বল জানান, এ উপজেলায় ২২৬৬ জন থাকলেও ভাতা পাচ্ছেন মাত্র ৩৭১ জন প্রতিবন্ধী। তবে শীগ্রই আরও ১১২ জন প্রতিবন্ধী ভাতার কোঠা বৃদ্ধি পাবে। তিনি বলেন, আয়োডিনের অভাব, পুষ্টিহীনতা ও পোলিও আক্রমণের কারণে শিশুরা প্রতিবন্ধী হতে পারে। এদিকে আজ সকালে উপজেলা চত্ত্বরে পালট প্রতিবন্ধী সমিতি এ দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

(এএম/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test