E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেইসবুকে ছবি পোস্ট করায় মামলা

২০১৪ ডিসেম্বর ০৩ ১৬:৫৪:২৫
ফেইসবুকে ছবি পোস্ট করায় মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসা একটি মেয়ের ছবি তুলে ফেইসবুকে ছবি পোস্ট করার অভিযোগে পরস্পরের হামলায় মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চাদত্রিশিরা গ্রামে মোবারক বখতিয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঢাকা থেকে বেড়াতে আসে তার ভাগ্নী। একই এলাকার আলম হাওলাদারের ছেলে বাপ্পি ওই বিয়ের অনুষ্ঠানের সময় মোবাইলে ঝন্টুর ভাগ্নী নিশার ছবি ধারন করে ফেইসবুকে পোস্ট করে।

এঘটনায় বাপ্পি একই এলাকার মজিবর রহমানের ছেলে আবুল খায়ের মোল্লা, রুবেল মোল্লা ও আবু তালেব মোল্লাকে দোয়ারোপ করে। তারা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এনিয়ে স্থানীয় লোকজন শালিশ মিমাংসার জন্য মঙ্গলবার রাতে কবির মোল্লার বাড়িতে মিমাংসার জন্য বসা হয়। শালিশী চলাকালীন বাপ্পি হাওলাদার, আইউব আলী, আজিজুল, কাওছার, শাহাবুদ্দিন, কালাম ও আলমসহ ৮/১০ মিলে শালিশদারদের উপেক্ষা করে আবুল খায়ের, মজিবর রহমান, মেরেজান বেগম, রুবেল ও আবু তালেবকে মারধর করে আহত করে। এসময় উভয় পক্ষের হামলায় গুরুতর আহত আবুল খায়ের, বাপ্পি, আলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

(টিবি/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test