E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০১৪ মে ০৩ ১৭:৪৫:৩৬
সাতক্ষীরায় শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা ও শহীদ জননী জাহানারা ইমামের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখা এ সভার আয়োজন করে।

সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস।
অন্যদের বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অ্যাড. মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের সংগঠক ও ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা বাসদের সংগঠক অ্যাড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সাধারন সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, জেলা বাসদের সমন্বায়ক প্রভাষক নিত্যানন্দ সরকার, মশিউর রহমান পলাশ, শ্রমিক নেতা শেখ হারুন-অর-রশিদ, কবি সালেহা আক্তার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র মৈত্রীর আহবায়ক দেবাশীষ মন্ডল, দীপন বিশ্বাস, বিশ্বরুপ চন্দ্র ঘোষ প্রমুখ।
সভায় বক্তারা নিজেদের শহীদ জননী জাহানারা ইমামের সন্তান আখ্যায়িত করে বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছিলেন তা শেষ করার দায়িত্ব আমাদের। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে রায় বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই করতে হবে।
(আরকে/এএস/মে ০৩, ২০১৪)



পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test