E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সুপ্র আয়োজিত ‘প্রাক-বাজেট’ আলোচনা সভা অনুষ্ঠিত

২০১৪ মে ০৩ ১৮:১৭:০৪
সাতক্ষীরায় সুপ্র আয়োজিত ‘প্রাক-বাজেট’ আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : বাজেট প্রক্রিয়াকে জনঅংশগ্রহণমূলক, গণমুখি এবং দরিদ্রবান্ধব করতে হলে বাজেট প্রণয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। এজন্য স্থানীয় সরকারের তৃণমূল পর্যায় থেকে চাহিদামূলক বাজেট করতে হবে। এজন্য প্রয়োজন জেলা বাজেটে অবকাঠামোগত পরিবর্তন এনে জেলা বাজেট প্রণয়ন জরুরী। সেক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করা প্রয়োজন, সাথে সাথে এ ব্যাপারে স্থানীয় সরকারকেও বিশেষত ইউনিয়ন, উপজেলা পৌরসভাকে তাদের বিদ্যমান আইনের আওতায় থেকে জনঅংশগ্রহণের মাধ্যমে উন্মুক্ত বাজেট আলোচনা করতে হবে। উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে সবচেয়ে বেশি ঝূকিপূর্ণ। সে কারণে এই জেলার সার্বিক বিষয়গুলোকে বিশেষ বিবেচনায় নিয়ে বাজেট গুরুত্ব দিতে হবে।

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘প্রাক-বাজেট’ আলোচনা সভায় আলোচকবৃন্দ এসব কথা বলেন।
সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির সম্পাদক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র এম এ জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, প্যানেল মেয়র শেখ শফিক-উদ-দৌলা সাগর, পৌর কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি।
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, সাতক্ষীরা জেলা কমিটি আয়োজিত জেলা পর্যায়ের ‘প্রাক-বাজেট’ আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির নেতা খালিদ হোসেন, তাতী দলের নেতা রফিকুল আলম বাবু, জেলা বাকশিস’র সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, এটিএন বাংলা ও সমকালের এম কামরুজ্জামান, উন্নয়নকর্মী তহমিনা ইসলাম, আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
সভায় সুন্দরবনকে ইকোটুরিজম হিসেবে ঘোষণা, নাভারন থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাই দ্রুততার সাথে স্থাপন, জেলাবাসির জন্য সুপেয় পানি নিশ্চিতকরণসহ ১২টি দাবি উপস্থাপন করা হয়।
(আরকে/এএস/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test