E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রলীগ-শ্রমিক সংঘর্ষ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৬০ কিলোমিটার যানজট

২০১৪ ডিসেম্বর ০৪ ২৩:১৪:১২
ছাত্রলীগ-শ্রমিক সংঘর্ষঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৬০ কিলোমিটার যানজট


স্টাফ রিপোর্টার:পরিবহনের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে যুবলীগ-ছাত্রলীগের সাথে শ্রমিকদের সংঘর্ষ, হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে অন্তত ৬০ কিলোমিটার মহাসড়কব্যাপী যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বেলা ১টা থেকে এই অবরোধ করা হয়। পরে দায়ী ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে সন্ধ্যা ৫টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। অবরোধের এই চার ঘন্টা সময়ে মহাসড়কে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, গত এক মাস ধরে কুমিল্লার পদুয়ার বাজার চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রীবাহী প্রতি বাস থেকে এক শত টাকা করে চাঁদা তোলা হয়। পরিবহন শ্রমিকরা ও ছাত্রলীগের কর্মীরা এ চাঁদা তোলেন। চাঁদার এ টাকা ভাগাভাগি হওয়ার কথা ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকের মধ্যে। পরিবহন মালিক গ্রুপ ৩০ টাকা, শ্রমিক সংগঠন ৩০টাকা, ক্ষমতাসীন দল আওয়ামীলীগকে ৪০ টাকা ভাগ দেওয়ার কথা।

কিন্তু গত ১ মাস ধরে তোলা এ চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বনিবনা না হলে বৃহস্পতিবার সকালে পদুয়ার বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘সম্মান না পেলে’ টাকা তোলার দরকার নেই বলে চাঁদা তুলতে বাঁধা দেয়।

এ ঘটনার প্রতিবাদে দুপুর ১টার দিকে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে শ্রমিকরা ‘বলাকা’, ‘উপকূল’, ‘দোয়েল’ ও ‘ট্রান্সপোর্ট’ পরিবহনের বাস কুমিল্লারপদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এলোপাথারি রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যারিকেড দেয়।

খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ছাত্রলীগ নেতা দুলাল হোসেন অপু, দেলোয়ার হোসেন, আবাদ প্রমুখের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিক নেতাদের উপর হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে ব্যারিকেড তুলে দেয়। এ হামলায় কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক কাজী মোতাহার হোসেন, বাস চালক মিজান, লিটন, শাহিন আহত হন। মোহাম্মদ আলীকে শহরের মুন হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় অন্তত ১০টি বাস ভাংচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে এবং শহরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বেলা ১টা থেকে এ ব্যারিকেড চলে সন্ধ্যা ৫টা পর্যন্ত। ৫টার দিকে ছাত্রলীগ নেতা দুলাল হোসেন অপুকে গ্রেপ্তার করা হবে এ আশ্বাস দিলে ব্যারিকেড তুলে নেয়া হয়। কিন্তু এই চার ঘন্টা ব্যারিকেডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর থেকে কুমিল্লার মিয়ার বাজার পর্যন্ত মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীবাহী বাসগুলোর যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। অসুস্থ রোগীবাহী এ্যাম্বুলেন্সগুলোতে রোগীরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে পড়েন।

কুমিল্লা পরিবহন মালিক গ্র“পের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ জানান, চাঁদার দাবিতে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা দুলাল হোসেন অপুর নেতৃত্বে শ্রমিক নেতাদের উপর হামলা চালায় এবং বাস ভাংচুর করে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।

তিনি জানান, আমরা চাই হামলাকারীদের গ্রেপ্তার করা হোক এবং সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ প্রশান্ত পালকে প্রত্যাহার করা হোক।

কুমিল্লা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক কাজী মোতাহার হোসেন জানান, কিছু বুঝে উঠার আগে ছাত্রলীগ কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ছাত্রলীগ কর্মীদের হামলায় অজ্ঞান হয়ে ড্রেনে পড়ে যাই।

এক শ’ টাকা চাঁদা ভাগাভাগি প্রসঙ্গে তিনি জানান, পরিবহন মালিকদের কাছ থেকে এমন ভাগাভাগির কথা শুনেছি। বাকিটা আমি জানি না।

কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূইয়া জানান, গত এক মাস ধরে মহাসড়কে প্রতি বাস থেকে টাকা তোলা হয়। মালিক শ্রমিকরা এ টাকা তোলেন। দলের জুনিয়র ছেলেদের তারা বলেছে কিছু দিবে।

তিনি বলেন, টার্মিনাল ফিয়ের বাইরে টাকা তোলা অবৈধ। এ জন্য আমরা টাকা তুলতে নিষেধ করেছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে টাকা তুলতে থাকে।

তিনি আরো জানান, বিগত সরকারের সময় বিএনপি টাকা তুলতো, আমাদের এ অভিজ্ঞতা নাই। আমরা বলেছি জুনিয়র ছেলেদের সম্মান করতে। তারা সম্মান দিতে রাজি হয় নি।
কবির ভূইয়া দাবি করে শ্রমিকদের হামলা ছাত্রলীগের ২জন আহত হয়েছে।
এ দিকে অভিযোগ প্রসঙ্গে সদর দক্ষিণ মহানগর ছাত্রলীগের নেতা দুলাল হোসেন অপু জানান, মালিক শ্রমিক নিজেরা টাকা তুলে নেওয়ার কারনে পদুয়ার বাজার এলাকায় যারা কাজ করতো তারা বেকার হয়েছে গেছে। এখান থেকে আগে যারা কাজ করতো তার কিছু পেতো কিন্তু এখন পায় না। পরিবহনের তারা বলেছে আগে যা পেতো তা তারা দিবে।
৪০ টাকা দিতে পরিবহন রাজি না কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা বলতে চায় আরো কম দিবে।

অভিযোগ প্রসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ প্রশান্ত পাল জানান, চাঁদা তোলা নিয়ে নিজেদের মধ্যে সমস্যা হয়েছে। স্থানীয় ছেলেরা বলেছে তাদের এলাকায় চাঁদা তোলা যাবে না। আমরাও বলেছি চাঁদাবাজি চলবে না। এতে পরিবহনের লোকদের আঁতে ঘা লেগেছে। এজন্য তারা আমার বিরুদ্ধে কথা বলছে।

এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, মামলা হলে আমরা তা দেখবো।
মহাসড়ক পুলিশের পুলিশ সুপার রেজাউল করিম, এএসপি সার্কেল জাহাঙ্গীর আলম, কোতয়ালী পুলিশের অফিসার ইনচার্জ খোরশেদ আলম আলেখারচরে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে ছাত্রলীগ নেতা দুলাল হোসেন অপুকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকাল ৫টায় অবরোধ তুলে নেয়া হয়।

মহাসড়কের পূর্বাঞ্চল (কুমিল্লা) পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা অপরাধীদের গ্রেফতারের ও আটক শ্রমিক চালক সহ তার সহযোগীদের আইনি প্রক্রিয়ায় মুক্তির আশ্বাস দিলে সন্ধ্যায় শ্রমিক নেতারা অবরোধ তুলে নেয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতা দুলাল হোসেন অপু ও তার গ্রুপ গত এক মাস বাস থেকে চাঁদা তোলায় জড়িত থাকার পাশাপাশি দীর্ঘ দিন ধরে কুমিল্লার পদুয়ার বাজারে ট্রাক, লরি, কাভার্ডভ্যান থেকে বাধ্যতামূলক চাঁদা আদায় করছে।

এদিকে গত এক মাস পূর্বে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী এশিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ১২-১৫) থেকে দাউদকান্দির গৌরীপুরে নামতে গিয়ে পড়ে ব্যথা পাওয়ার ঘটনায় কুমিল্লার এড. মোবারক হোসেন ওই বাসের চালক মজিব, সুপারভাইজার জসিম, হেলপার মামুনের নামে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ওই গাড়ীর কর্তৃপক্ষ বৃহস্পতিবার কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবদেন করলে বিজ্ঞ আদালত বাস চালক মজিবুর রহমান, সুপারভাইজার জসিম উদ্দিন ও হেলপার মামুনের জামিন না মঞ্জুর করে সি/ডব্লিও মূলে জেল হাজতে প্রেরন করার আদেশ দেন।

শ্রমিকরা এ ঘটনায়ও ক্ষুব্ধ হয়ে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে। দু’টি ঘটনায় যানজট ভয়াবহ আকার ধারন করে।

(এইচকেজে/এসসি/ডিসেম্বর০৪,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test