E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মমতার ঘোষণায় পঞ্চগড়ে ছিটমহলবাসীদের উল্লাস

২০১৪ ডিসেম্বর ০৫ ১৭:৩৪:৪৯
মমতার ঘোষণায় পঞ্চগড়ে ছিটমহলবাসীদের উল্লাস

পঞ্চগড় প্রতিনিধি : ছিটমহল সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়ায় পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহলের অধিবাসীরা আনন্দ-উল্লাস করে মিষ্টি বিতরণ করেছেন। জেলায় অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহলের মসজিদে জুম্মার নামাজের পর শুকুরিয়া মোনাজাত করা হয়েছে। ভাগ্য বিতারিত উভয় দেশের ১৬২ ছিটমহলের মানুষ নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। দুই দেশের পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে আলোর মুখ দেখেনি এসব উদ্যোগ। অবশেষে মমতার নমনীয়তায় উভয় দেশের ছিটমহলে চলছে আনন্দ-উৎসব।

জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ১১১ টি ভারতীয় ছিটমহলের মধ্যে পঞ্চগড়ের তিন উপজেলায় রয়েছে ৩৬ টি ভারতীয় ছিটমহল। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলার গারাতি এবং বোদা উপজেলা শালবাড়ি ছিটমহলে প্রায় আড়াই হাজার পরিবার বসবাস করেন। নুন্যতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব ছিটমহলের অধিবাসীদের শিশুরা প্রাথমিক শিক্ষা অধিকার থেকেও বঞ্চিত ছিল। তাদের সন্তানদের স্কুল-কলেজে ভর্তি করানো হয় না, এলাকাতেও উন্নয়নের কোন ছোঁয়া নেই। নাগরিকত্বের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর বৃহষ্পতিবার মমতার নমনীয়তায় নতুন করে আশার আলো দেখছেন ছিটমহলের নাগরিকরা। এজন্য তারা ছিটমহলের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর শুকুরিয়া মোনাজাত করেছেন। অনেক ছিটমহলে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

সদর উপজেলার ভারতীয় গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান জানায়, দীর্ঘদিন অনেক আন্দোলন সংগ্রাম করেছি। অবশেষে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতার বোধোদয়ে আমরা নতুন করে আশার আলো দেখতে পেয়েছি। এবার হয়তো আমরা মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবো। দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পাবো। ছিটমহল বিনিময়ে আর কো প্রতিবন্ধকতা নেই। আশা করছি উভয় দেশের শীর্ষ নেতারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।

বোদা উপজেলার ভারতীয় পুটিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন বলেন, শ্রীমতি মমতার ঘোষনার পর থেকে আমাদের ছিটমহলের আনন্দ শুরু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মিষ্টি মুখের আয়োজন করা হয়। একই উপজেলার ভারতীয় শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমাদের ছিটমহলের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর শুকুরিয়া মোনাজাত এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

(এসএসবি/এএস/ডিসেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test