E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশ্নপত্র ফাঁস বন্ধে নোয়াখালীতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

২০১৪ ডিসেম্বর ০৫ ১৮:৫১:২৪
প্রশ্নপত্র ফাঁস বন্ধে নোয়াখালীতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : শিক্ষা ও মনুষ্যত্ব বাঁচাতে প্রশ্নপত্র ফাঁস বন্ধে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ফ্রন্ট। শুক্রবার বেলা ১১টায় নোয়াখালী টাউন হল মোড়ে মানববন্ধন করে। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, সদস্য শাহাদাত হোসেন রিকাউন, নোয়াখালী সরকারি কলেজ শাখার আহ্বায়ক আনোয়ারুল হক পলাশ, সদস্য জহিরুল হক ফয়সল প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন- শিক্ষার বাণিজ্যিকীকরণ ও মনুষ্যত্ব ধ্বংসের আয়োজন তরান্বিত করতেই মূলত: প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। উপরোন্তু নানা মহল থেকে প্রতিবাদের ঝড় উঠলেও শিক্ষা প্রশাসন থেকে তা অস্বীকার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন- নৈতিকতা বিবর্জিত শিক্ষা কখনোই মানবিক মূল্যবোধ সম্পন্ন, রুচিশীল-বিবেকবান মানুষ তৈরি করতে পারে না।

যথার্থ শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা তৈরি করে, ভালো-মন্দের প্রভেদ শেখায়, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে। শিক্ষার এই যথার্থ তাৎপর্যকে আড়াল করতেই ও শিক্ষাকে পণ্যে পরিণত করতে বার বার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। নেতৃবৃন্দ অবিলম্বে প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। একইভাবে শিক্ষা ও মনুষ্যত্ব রক্ষায় বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধভাবে শিক্ষা ধ্বংসের আয়োজন প্রতিরোধের আহ্বান জানান।

(জেএইচবি/এএস/ডিসেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test