E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্দুক যুদ্ধে রাজাপুরের সন্ত্রাসী সবুজ বাহিনীর প্রধান সবুজ নিহত

২০১৪ ডিসেম্বর ০৬ ০৯:৫৫:০৯
বন্দুক যুদ্ধে রাজাপুরের সন্ত্রাসী সবুজ বাহিনীর প্রধান সবুজ নিহত


আসিফ মানিক ,কাউখালী থেকে ফিরে :র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে রাজাপুরের সন্ত্রাসী সবুজ বাহিনীর প্রধান সবুজ নিহত হয়েছে। শুক্রবার রাত  সাড়ে সাতটার দিকে কাউখালী কলেজ মাঠে র‌্যাব ও সন্ত্রাসী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের সময় সবুজ নিহত হয় বলে বরিশাল র‌্যাব-৮ দাবি করেছে।

এ সময় ঘটনা স্থাল থেকে একটি পিস্তল, দুটি সার্টারগান ও একটি কাটা রাইফেল পাঁচ রাউন্ড গুলি, ৪টি ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

বরিশালের র‌্যাব-৮ এর ডিএডি মো. রুহুল আমিন জানান, তারা নিয়মিত টহল দেয়ার সময় কাউখালীর কলেজ মাঠে কিছু লোকের আনা গোনা দেখতে পান। সন্দেহ হলে র‌্যাব তাদের চ্যালেঞ্জ্য করে। এ সময় কয়েক জন দৌড়ে পালিয়ে যায়।

তবে সবুজ নামের ঐ ব্যাক্তি তার হাতে থাকা পিস্তল দিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাব ও পাল্টা গুলি করলে ঝালকাঠির রাজাপুরের সন্ত্রসী সবুজ বাহিনীর প্রধান সবুজ নিহত হন। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল সহ উপরক্ত অস্ত্র গুলি উদ্ধার করে।

রাজাপুর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান জানান, বন্দুকযুদ্ধে নিহত সবুজের বিরুদ্ধে রাজারপুর থানায় সুনির্দিষ্ট ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। নিহত সবুজ মোর্শেদ বাহিনীর সেকেন্ড ইন কমানড ছিল ।

মোর্শেদ নিহত হওয়ার পরে সে দক্ষিন অনঞ্চলের সন্ত্রাসী ও ডাকাত দলের নিয়ন্ত্রক হয়ে অপরাধ জগতের মুর্তিমান আতংকের মানুষ হিসেবে আধিপত্য বিস্তার করে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২ টি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে ৪টি হত্যা ৫ টি ডাকাতি, অসংখ্য চুরি ও ভূয়া ডিবি -প্রতারনার মামলা রয়েছে। সে রাজাপুর থানার শুক্তাগড় গ্রামের আউয়াল হালাদারের পুত্র।


(এএম/এসসি/ডিসেম্বর০৬,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test