E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ২৫ জেলে অপহরণ

২০১৪ ডিসেম্বর ০৯ ১৭:০১:২৬

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় সশস্ত্র বনদস্যুরা আবারও মুক্তিপনের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে। বনদস্যু জাহাঙ্গীর, রিয়াদ ও ফরহাদ বাহিনীর সদস্যরা য়ৌথভাবে ৪ ও ৬ নং বয়া এলাকায় মঙ্গলবার ভোররাতে মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে এসব জেলেদের অপহরণ করে নিয়ে যায়। শুটকীপল্লীর জেলেরা সমুদ্রে মাছ আহরণ করে উপকূলে ফেরার পথে ট্রলারে হামলা চালিয়ে তাদের অপহরণ ও মালামাল লুটে নেয় দস্যুরা।

মঙ্গলবার বিকেলে দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন জানান, সমুদ্রে মাছ আহরণ করে মঙ্গলবার ভোররাতে শুটকী পল্লীতে ফেরার পথে সশস্ত্র বনদস্যু ফরহাদ-রিয়াদ-জাহাঙ্গীর বাহিনী যৌথভাবে জেলেদের ট্রলারে হামলা চালায়। এ সময় মালামাল লুটে নেবার পর ২৫ জেলেকে মুক্তিপনের দাবিতে দস্যুরা অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমীর হোসাইন জানান, জেলেদের অপহরণের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারে সেখানে অভিযান চালানো হচ্ছে বলে কোষ্টগার্ড জানিয়েছে। দুবলাচরসহ ১১টি শুটকী পল্লীতে বর্তমানে শুটকী আহরণ মৌসুমে ২৫ হাজারের অধিক জেলে রয়েছে। এরা সারাক্ষণ সশস্ত্র দস্যুদের আতঙ্কে থাকেন উদ্বিগ্ন।

(একে/এটিআর/ডিসেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test