E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কিশোরগঞ্জে মেশিন দিয়ে আমন ফসলের ধান কাটা চলছে

২০১৪ ডিসেম্বর ০৯ ১৮:২৩:৫৭
কিশোরগঞ্জে মেশিন দিয়ে আমন ফসলের ধান কাটা চলছে

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে উপজেলা গর্ভণ্যান্স প্রজেক্টের আওতায় ১১ টি ইউনিয়নে ধান কাটার মেশিন দিয়ে আমন ফসলের ধান কাটার কাজ পুরোদমে এগিয়ে চলছে। কৃষকরা অল্প সময়ে অধিক ধান কাটতে পারায় লাভবান হচ্ছেন বেশি। সদর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে ৩৫ শতাংস জমিতে মাত্র ৩০ মিনিটে ধান কাটা হরে থাকে।

এতে করে কৃষকরা একদিকে সময়ের সাশ্রয় পাচ্ছেন। অন্যদিকে শ্রমিক ও অর্থ কম খরচ হচ্ছে। আধা লিটার তেল দিয়ে ১ কানি জমিনের ধান কাটা সম্ভব হচ্ছে। এক সময়ে ১ কানি জমির ধান কাটতে চাষীদের সারাদিন লেগে যেত। কৃষি বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন হওয়ায় ১ দিনের কাজ আধা ঘন্টায় বাস্তবায়িত হচ্ছে। সিলেট আলিম ইন্ডাষ্ট্রিজ থেকে সদর উপজেলা কৃষি বিভাগ এসব মেশিন সরবরাহ করা হয়। মহিনন্দের কৃষক স্বদেশ জানান,আমার জমিতে কৃষি বিভাগ গত বছর মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছিল। কৃষি অফিসার কৃষিবিদ মো.মনিরুল ইসলাম জানান,সদর উপজেলার ১১ টি ইউনিয়নে ১টি করে পাওয়ার টিলার মেশিন বিতরন করা হয়েছিল। এটি জাতীয় পর্যায়ে প্রচলন করা গেলে কৃষকদের খরচ একেবারে কমে আসবে। কৃষকরাও বেশি লাভবান হবে।


(পিকেএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test