E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজমিরীগঞ্জে সেচ প্রকল্প নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

২০১৪ ডিসেম্বর ০৯ ১৯:০৭:০৩
আজমিরীগঞ্জে সেচ প্রকল্প নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে সেচ প্রকল্পের মেশিন বসানোর জন্য স্থান নির্বাচন নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও তার ভাতিজা আলী আমজদ তালুকদারের লোকজনের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পশ্চিমবাগ গ্রামের হাওড়ে বোরো ধানের সেচ প্রকল্পের মেশিন বসাতে যায় আলী আমজদ তালুকদার এর লোকজন। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের লোকজন বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, ওসি তৈমুর রহমান খন্দকার ও শিবপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর রহমান খন্দকার জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও তার ভাতিজা আলী আমজদ তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই এই সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

(পিডিএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test