E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের দেড়লাখ টাকা জারিমানা

২০১৪ ডিসেম্বর ১০ ১১:৫৮:৫৫
মাগুরায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের দেড়লাখ টাকা জারিমানা

স্টাফ রিপোর্টার:মাগুরা সদর উপজেলার ধলহরা ও বনগ্রামে অবৈধভাবে টিনের চিমনি ও ইট পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে দেড়লাখ টাকা জরিমানা আদায় ও একটি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সেলিনা বেগম এ অভিযান পরিচালনা করেন।

বিকাল ৩টায় সদর উপজেলার ধলহরা ও বনগ্রাম এলাকার হিনো ব্রিক্স ও রিও ব্রিক্সে অভিযান চালিয়ে ওই দুটি ভাটার মালিক মোঃ বিপুল ও মিজানুর রহমানকে যথাক্রমে ৫০ হাজার ও ১লাখ টাকা জরিমানা করে। এ সময় তারা ১ মাসের মধ্যে ভাটা বন্ধ করার অঙ্গীকার করেন। একই সময় আদালত এনআরএফ ব্রিক্সে অভিযান চালানোর সময় সেখান থেকে মালিক ও কর্মচারিরা পালিয়ে গেলে ফায়ার সার্ভিসের সাহায্যে ভাটার চিমনি ও ইট নষ্ট করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বেগম জানান- ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ মোতাবেক কৃষি জমিতে ভাটা স্থাপন, পরিবেশের ক্ষতিকর টিনের চিমনি ব্যবহার, লোকালয়ের পাশে ভাটা স্থাপনসহ বিভিন্ন অভিযোগে ইটভাটাগুলিকে এ জরিমানা করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক ইমদাদুল হক।



(ডিসি/এসসি/ডিসেম্বর১০,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test