E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব মানবাধিকার দিবসে বগুড়ায় মানবন্ধন

২০১৪ ডিসেম্বর ১০ ১২:১৯:৪৬
বিশ্ব মানবাধিকার দিবসে বগুড়ায় মানবন্ধন

বগুড়া প্রতিনিধি: আজ সকাল ১০ টায় বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বগুড়া প্রেসক্লাবের সামনে সুপ্র ও পেভ’র সম্পাদক পেভ’র কে জী এম ফারুক সঞ্চালনায় বক্তব্য রাখেন দেউলী উদয়ন সংঘ’র শহিদুল ইসলাম,সমতা বহুমূখী সমিতি’র সহ-সভানেত্রী কৃষ্ণা রাণী দাস,সম্পাদিকা হাবিবা বেগম,সদস্য রত্না রায়,ববি রাণী পোদ্দার,আপন সমিতি’র তাসলিমা বেগম,শিল্পী রাণী ও লিসা মন্ডল,ওয়ার্ল্ড ভিশন’র সিবিও মনিটর জামিল উদ্দিন,ঊষা’র এম ফজলুল হক বাবলু,ফোকাস সোসাইটি’র ম্যানেজার আজিজুল ইসলাম প্রমূখ।

মানবাধিকার নিশ্চিত হলে রাষ্ট্রের উন্নয়ন মিলে এই শ্লোগানে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শুধু সরকার ও মানবাধিকার কমিশন নয়, সকল রাজনৈতিক দল, সামাজিক, অর্থনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে।

রাজনৈতিক সহিংসতা,সন্ত্রাস কঠোর ভাবে দমন করে মানবাধিকার লংঘনকারিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে,ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়া মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। (এএসবি/এসসি/ডিসেম্বর১০,২০১৪) বগুড়া প্রতিনিধি:

(এএসবি/এসসি/ডিসেম্বর১০,২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test