E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন

২০১৪ মে ০৪ ১২:২১:৪২
গোয়ালন্দে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে রবিবার রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্থানীয় সামাজিক সংগঠন আহ্বান এ কর্মসূচীর আয়োজক।

রবিবার সকাল ১০টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শ মানুষ এতে অংশ গ্রহণ করেন।

এক ঘন্টার এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উদ্ধব কুমার সাহা, মুন্সি লুৎফর রহমান, মওলানা আব্দুল আজিজ, গোয়ালন্দ সচেতন শিক্ষার্থী কমিটির (সশিক) সভাপতি আইয়ুব রানা, আয়োজক সংগঠন আহ্বানের আহ্বায়ক তানভীর আহমেদ নিবিড়, সদস্য সচিব অপু কুমার রজক, রবিন পোদ্দার, জুয়েল রানা প্রমূখ।

এসময় বক্তারা গোয়ালন্দ উপজেলা এলাকায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যৎ সরবরাহের দাবী জানান।

(জিচিপি/জেএ/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test