E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত বছর পর দুর্ভোগ থেকে মুক্তি

২০১৪ ডিসেম্বর ১০ ১৬:৩৮:৫১
সাত বছর পর দুর্ভোগ থেকে মুক্তি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দীর্ঘ সাত বছর পর অবেশেষে ১৫টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পেল। পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ খালের উপর আরসিসি গার্ডার ব্রিজ নির্মিত হওয়ায় কলাপাড়া সদর ও কুয়াকাটার সাথে সরাসরি যোগাযোগের দুর্ভোগ থেকে বাঁচল সমুদ্র উপকূলীয় ডালবুগঞ্জসহ পাশ্ববর্তী, মিঠাগঞ্জ ও মহীপুর ইউনিয়নের মানুষ।

জানা যায়, ২০০৭ সালে সিডরের তাণ্ডবে ডালবুগঞ্জ খালের উপর আয়রন ব্রিজটি বিধ্বস্ত হয়ে উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ২০০৯-১০ অর্থবছরে ওই পয়েন্টে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার দেয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন কোটি ১৭ লাখ টাকা ব্যয়-বরাদ্দে ঠিকাদার বলরাম বণিক কাজ শুরু করেন। তাকে এক কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ ও করা হয়। কিন্তু তিনি সময় মতো কাজ না করায় ওই চুক্তি বাতিল করে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে রিমেইনিং টেন্ডার দেয়া হয়। পরবর্তী ব্যয়-বরাদ্দ রাখা হয় দুই কোটি ২০ লাখ টাকা।


স্থানীয়রা অভিযোগ করেন, শুধুমাত্র ঠিকাদারের গাফিলতিতে এ ব্রিজের নির্মাণ ব্যয় বেড়ে যায়। কিন্তু ব্রিজ তদারকিতে নিয়োজিত এলজিইডি কর্মকর্তারা এ ব্যাপারে ছিলেন নিরব। এ কারণে সরকারের এই টাকা গচ্চা যায়।

গ্রামবাসীরা জানান, ব্রিজ নির্মাণ হওয়ায় তারা খুশি। এখন তারা সরাসরি উপজেলায় যেতে পারবেন। কারণ এই ব্রিজ পার হতে তাদের অপেক্ষা করতে হয়েছে সাত বছর। ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সবচেয়ে বেশি উৎফুল্ল স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। কারণ এতো বছর তাদের খেয়া পারাপার করতে হয়েছে।

(এমকেআর/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test