E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিস্ফোরণ মামলায়  বিএনপি সভাপতি সাইফুলের জামিন, ৫ নেতা কারাগারে

২০১৪ ডিসেম্বর ১১ ১৬:৩২:৩৭
বিস্ফোরণ মামলায়  বিএনপি সভাপতি সাইফুলের জামিন, ৫ নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি :বিস্ফোরণ মামলায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান এর জামিন আবেদন মঞ্জুর করে অপর ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এর আদালতে বিএনপির নেতারা হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পকের জামিন মঞ্জুর করেন এবং একই মামলায় ৫জনকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, সাধারন সম্পাদক শাহাবুল আলম পিপলু, শ্রমিক দল নেতা ও জেলা স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির হোসেন মিঠু।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর’ ১৪ বিএনপির মিছিলের পর বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি সহ ১০ নেতাকর্মি আহত হয়। এ ঘটনায় সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন সহ শতাধিক নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় জেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদকসহ ৭ নেতা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার ৭ বিএনপি নেতা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আবারো জামিন প্রার্থনা করেন।

(এএসবি/এসসি/ডিসেম্বর১১,২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test