E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুন্দরবনে ছড়িয়ে পড়েছে শত’কিলোমিটার জুড়ে তেলের স্তর

২০১৪ ডিসেম্বর ১১ ২০:২৯:০০
সুন্দরবনে ছড়িয়ে পড়েছে শত’কিলোমিটার জুড়ে তেলের স্তর

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী এলাকায় তলা ফেটে ফার্নেস অয়েল নিয়ে ডুবে যাওয়া ট্যাংঙ্কার ‘এমভি ওটি সাউদার্ন স্টার ৭’কে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মূল শ্যালা নদী থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিস সংলগ্ন জয়মনিঘোল এলাকায় টেনে আনা হয়েছে। দুপুরে উদ্ধারকারী জাহাজ জোবায়দা-৩, জোবায়দা-৪, জ্বলন্ত ও ডিবি রাইজিং-৩ ডুবন্ত ট্যাংকারটি উদ্ধার করে। সুন্দরবনে ডলফিন নিয়ে কাজ করা একটি  চীনা প্রতিনিধি দল ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে সহযোগিতা করেন। তবে উদ্দারকৃত ট্যাঙ্কারটির ৩টি চেম্বারের তেল সম্পূর্ন ভেসে গেছে। অপর দুটি চেম্বারেরও পানি ঢুকেছে।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সুন্দরবনের নদ-নদীতে ভেসে যাওয়া তেল উদ্ধারের জন্য বন সংলগ্ন এলাকাবাসিকে আহবান জানানো হয়েছে। শুক্রবার সকাল থেকে তেল সংগ্রহের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে বাগেরহাট জেলা প্রশাসক মু: শুকুর আলী। তিনি আরও বলেন, জনগনের কাছ থেকে পদ্মা অয়েল কোম্পানী ৩০ টাকা দরে প্রতি লিটার ওই তেল ক্রয় করবে। মংলার জয়মনি গোল এলাকায় পদ্মা অয়েল কোম্পানী ২টি তেল ক্রয় কেন্দ্র খুলেছে। বৃস্পতিবার বিকালে শ্যালা নদীতে ডুবে যাওয়া ট্যাঙ্কারের পাশে এসে নোঙ্গর করেছে জাহাজ কান্ডারি-১০। তবে সুন্দরবনে ভাসমান তেলের ওপরে যে কেমিক্যাল পাউডার ব্যবহার করলে সুন্দরবনের জীব-বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে কিনা সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র চাওয়া হয়েছে। ছাড়াপত্র না পাওয়া পর্যন্ত কান্ডারি -১০ কাজে অংশ নেবে না বলে জানান জেলা প্রশাসক।

তিনি আরও জানান, এদুর্ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ উদ্ধারসহ সার্বিক পরিস্থতি নিয়ে সরকার খুবই আন্তরিক। ডুবে যাওয়া ট্যাংকার থেকে নির্গত তেল যাতে আরো বেশি ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সবধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ এদিকে ৩দিনের জোয়ার-ভাটায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বন অভ্যন্তরসহ শত’কিলোমিটারের অধিক এলাকা নদ-নদী নিয়ে ছড়িয়ে পড়েছে তেলের কালো আস্তারন। ছড়িয়ে পড়া তেল তুলে নেয়ার কোন ব্যবস্থা না থাকায় ম্যানগ্রোভ এ বনের গাছের শ্বাষমূল ঢেকে যাচ্ছে। এতে সুন্দরবনের শুধু বনজ সম্পদই নয়, ছড়িয়ে পড়া এতেলের কারনে শ্যালা নদীর অভয় আশ্রমে বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন, কুমিরসহ বিভিন্ন প্রজাতির মাছ ও কাকড়াসহ বিভিন্ন জলজ প্রানী হুমকীর মখে পড়েছে। ৩ দিনেও দেখা মেলেনি কুমির ও ডলফিনের বলে জানিয়েছেন জেলে ও বন সংলগ্ন এলাকার মানুষ। তবে ৭২ ঘন্টায়ও সন্ধান মেলেনি ডুবে যাওয়া অয়েল ট্যাংঙ্কারের নিখোঁজ মাষ্টার মোকলেসুর রহমানের (৫০) লাশ।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী জানান, জাহাজ কান্ডরি-১০ থেকে সুন্দরবনে ভাসমান তেলের ওপরে একধরনের পাউডার ছিটিয়ে তেল নষ্ট করার যেকথা ছিলো তা বাতিল করা হয়েছে। ওই পাউডার ছিটালে সুন্দরবনের জীব-বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে একারনে তা বাতিল করা হয়। সার্বিক পরিস্থিতিক নিয়ে মংলা বন্দর কর্তপক্ষের সম্মেলন কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার। তিনি জানান, ফার্নেস তেল বনের ভেতর বিভিন্ন খালে ভাসমান রয়েছে। ভাসমান এ তেল অপসারণে সহায়তা করার জন্য স্থানীয় জেলে ও সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। কাপড়ে ঁেছকে বা অন্য কোনো কৃত্রিম উপায়ে জেলে-বনজীবীদের নদী ও খাল থেকে ফার্নেস তেল অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী এলাকায় মঙ্গলবার ভোরে এমভি টোটাল ট্যাংকারের ধাক্কায় তলা ফেটে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৮ লিটার ফার্নেস তেল নিয়ে ডুবে যায় ট্যাংকার এমভি ওটি সাউদার্ন স্টার সেভেন। এই তেল ছড়িয়ে পড়ে পূর্ব সুন্দরবনের নদ-নদী-খাল ও বন অভ্যন্তরে

সুন্দরবনের সম্পদ এখন সংকটে

সুন্দরবনে ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশ অংশে স্থল ভাগের পরিমান ৪ হাজার ১শ ৪৩ বর্গ কিলোমিটার। আর ৪শ ৫০টি ছোট-বড় নদী ও খাল নিয়ে জল ভাগের পরিমান ১ হাজার ৮শ ৭৪ বর্গ কিলোমিটার। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন ছিল বর্তমানের প্রায় দ্বিগুন। মানুষের কারনে সুন্দরবনের আয়তন আজ এখানে এসে ঠেকেছে। সুন্দরবনে রয়েছে ৩শ ৩৪ প্রজাতির গাছপালা, এ উদ্ভিদকুলের ৭৩ ভাগই হচ্ছে সুন্দরী গাছ, ১৬ ভাগ গেওয়া। ১শ ৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড। রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিনসহ ৩২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরিসৃপ, ৮ প্রজাতির উভচর, ৩শ প্রজাতির পাখি। বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন, কুমির, ২শ ১০ প্রজাতির মাছ, ১৩ প্রজাতির কাঁকড়া, ২৬ প্রজাতির চিংড়ি, ১ প্রজাতির লবস্টার ও ৪২ প্রজাতির শামুক, ঝিনুক রয়েছে সুন্দরবনে। সুন্দরবনের সম্পদের হিসাব করা কঠিন। সুন্দরবনে দৃশ্যমান সম্পদের পরিমান ১শ ৫৮ কোটি ৯ হাজার ৮শ ৭ পয়েন্ট ৮০ বিলিয়ন টাকা। এসব কারনে পর্যাটদের কাছে সুন্দরবন হচ্ছে প্রকৃতির অপর বিশ্বয়। বিষেশজ্ঞদের প্রাথমিক হিসাব মতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের নন্দপাড়া নদী থেকে শ্যালা নদী হয়ে আন্ধারমানিক নদী পর্যন্ত মাছসহ জলজ প্রানীসহ ডলফিনের অভ্যায় আশ্রম এখন চড়ম অস্তিত্ব সংকটে। মঙ্গলবার এ অয়েল ট্যাংঙ্ককার ডুবির পর থেকে ডলফিনের এ অভ্যায় আশ্রমে আর ডলফিনের দেখা মিলছে না। এসব এলাকার ২শ” কিলোমিটার যায়গা জুড়ে গাছপালার শ্বাষমূলে তেলের আস্তারন পড়ায় ম্যানগ্রোভ বনের গাছপালা দু’সপ্তাহার মধ্যে মরতে শুরু করবে বলে বিষেশজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন। এমন মানুস্বসৃষ্ট র্দূযোগের মুখোমুখি সুন্দরবন আর কখনো দাড়ায়নি।

(একে/পি/ডিসেম্বর ১১, ২০১৪)

k¨vjv b`x‡Z Wz‡e hvIqv U¨vsKvi D×vi, KvÛvwi-10 cwi‡ek QvocÎ cvqwb

my›`ie‡b Qwo‡q c‡o‡Q kZÕwK‡jvwgUvi Ry‡o †Z‡ji ¯—i

Avnmvbyj Kwig, ev‡MinvU

ev‡Minv‡Ui c~e© my›`ie‡bi Puv`cvB †i‡Äi k¨vjv b`xi g„Mgvix GjvKvq Zjv †d‡U dv‡b©m A‡qj wb‡q Wz‡e hvIqv U¨vs¼vi ÔGgwf IwU mvD`vb© ÷vi 7Õ‡K D×vi Kiv n‡q‡Q| e„n¯úwZevi `ycy‡i g~j k¨vjv b`x ‡_‡K c«vq 6 wK‡jvwgUvi `~‡i eb wefv‡Mi Pvu`cvB ‡iÄ Awdm msjMœ Rqgwb‡Nvj GjvKvq ‡U‡b Avbv n‡q‡Q| `ycy‡i D×viKvix RvnvR ‡Rvevq`v-3, ‡Rvevq`v-4, R¡jšÍ I wWwe ivBwRs-3 WyešÍ U¨vsKviwU D×vi K‡i| my›`ie‡b Wjwdb wb‡q KvR Kiv GKwU Pxbv cÖwZwbwa `j I ‡bŠevwnbxi m`m¨iv D×vi Kv‡R mn‡hvwMZv K‡ib| Z‡e DÏviK…Z U¨v¼viwUi 3wU †P¤^v‡ii †Zj m¤ú~b© ‡f‡m †M‡Q| Aci `ywU †P¤^v‡iiI cvwb Xy‡K‡Q|

e„n¯úwZevi weKv‡j ¯’vbxq cÖkvm‡bi c¶ †_‡K gvBwKs K‡i my›`ie‡bi b`-b`x‡Z †f‡m hvIqv †Zj D×v‡ii Rb¨ eb msjMœ GjvKvevwm‡K Avnevb Rvbv‡bv n‡q‡Q| ïµevi mKvj †_‡K †Zj msMÖ‡ni KvR ïi“ Kiv n‡e e‡j Rvwb‡q‡Q ev‡MinvU †Rjv cÖkvmK gy: ïKzi Avjx| wZwb AviI e‡jb, RbM‡bi KvQ †_‡K cÙv A‡qj †Kv¤úvbx 30 UvKv `‡i cÖwZ wjUvi IB †Zj µq Ki‡e| gsjvi Rqgwb †Mvj GjvKvq cÙv A‡qj †Kv¤úvbx 2wU †Zj µq †K›`ª Ly‡j‡Q|

e„¯úwZevi weKv‡j k¨vjv b`x‡Z Wy‡e hvIqv U¨v¼v‡ii cv‡k G‡m †bv½i K‡i‡Q RvnvR KvÛvwi-10| Z‡e my›`ie‡b fvmgvb ‡Z‡ji Ic‡i †h †KwgK¨vj cvDWvi e¨envi Ki‡j my›`ie‡bi Rxe-‰ewP‡Î¨i Dci †bwZevPK cÖfve co‡e wKbv †m wel‡q cwi‡ek Awa`߇ii QvocÎ PvIqv n‡q‡Q| QvovcÎ bv cvIqv ch©š— KvÛvwi -10 Kv‡R Ask †b‡e bv e‡j Rvbvb ‡Rjv cÖkvmK|

wZwb AviI Rvbvb, G`yN©Ubvi ci cieZ©x wb‡`©k bv ‡`Iqv ch©šÍ IB iæ‡U meai‡Yi ‡bŠhvb PjvPj eÜ ivLvi wb‡`©k w`‡q‡Q ‡bŠcwienY gš¿Yvjq| Wy‡e hvIqv ‡Zjevnx U¨vsKvi IwU mvD`vb© ÷vi-7 D×vimn mvwe©K cwi¯’wZ wb‡q miKvi LyeB AvšÍwiK| Wy‡e hvIqv U¨vsKvi ‡_‡K wbM©Z ‡Zj hv‡Z Av‡iv ‡ewk Qwo‡q co‡Z bv cv‡i, Zvi Rb¨ meai‡bi D‡`¨vM ‡bIqv n‡q‡Q|Õ

Gw`‡K 3w`‡bi †Rvqvi-fvUvq c~e© my›`ie‡bi Pvu`cvB I kiY‡Lvjv †i‡Äi eb Af¨šÍimn kZÕwK‡jvwgUv‡ii AwaK GjvKv b`-b`x wb‡q Qwo‡q c‡o‡Q †Z‡ji Kv‡jv Av¯Ívib| Qwo‡q cov †Zj Zz‡j †bqvi †Kvb e¨e¯’v bv _vKvq g¨vb‡MÖvf G e‡bi Mv‡Qi k¦vlg~j †X‡K hv‡”Q| G‡Z my›`ie‡bi ïay ebR m¤ú`B bq, Qwo‡q cov G†Z‡ji Kvi‡b k¨vjv b`xi Afq Avkª‡g wejyß cÖvq BiveZx Wjwdbmn 6 cÖRvwZi Wjwdb, Kzwgimn wewfbœ cÖRvwZi gvQ I KvKovmn wewfb&œ RjR cÖvbx ûgKxi g‡L c‡o‡Q| 3 w`‡bI †`Lv †g‡jwb Kzwgi I Wjwd‡bi e‡j Rvwb‡q‡Qb †R‡j I eb msjMœ GjvKvi gvbyl| Z‡e 72 N›UvqI mÜvb †g‡jwb Wz‡e hvIqv A‡qj U¨vs¼v‡ii wb‡LuvR gvóvi †gvK‡jmyi ingv‡bi (50) jvk|

c~e© my›`ieb wefv‡Mi wefvMxq eb Kg©KZ©v (wWGdI) Avwgi ‡nvmvBb ‡PŠayix Rvbvb, RvnvR KvÛwi-10 †_‡K my›`ie‡b fvmgvb ‡Z‡ji Ic‡i GKai‡bi cvDWvi wQwU‡q ‡Zj bó Kivi †hK_v wQ‡jv Zv evwZj Kiv n‡q‡Q| IB cvDWvi wQUv‡j my›`ie‡bi Rxe-‰ewP‡Î¨i Dci †bwZevPK cÖfve co‡e GKvi‡b Zv evwZj Kiv nq|

mvwe©K cwiw¯’wZK wb‡q gsjv e›`i KZ©c‡¶i m‡¤§jb K‡¶ GK Ri“ix mfv AbywôZ nq| mfvq mfvcwZZ¡ K‡ib weAvBWwe­DwUGi ‡Pqvig¨vb W. kvgmy‡Ïvnv L›`Kvi| wZwb Rvbvb, dv‡b©m ‡Zj e‡bi ‡fZi wewfbœ Lv‡j fvmgvb i‡q‡Q| fvmgvb G ‡Zj Acmvi‡Y mnvqZv Kivi Rb¨ ¯’vbxq ‡R‡j I mvaviY gvbyl‡K Avn&evb Rvwb‡q‡Qb weAvBWweøDwUGi ‡Pqvig¨vb| Kvc‡o ‡uQ‡K ev Ab¨ ‡Kv‡bv K…wÎg Dcv‡q ‡R‡j-ebRxex‡`i b`x I Lvj ‡_‡K dv‡b©m ‡Zj Acmvi‡Y mn‡hvwMZv Kivi Avn&evb Rvbvb|

ev‡Minv‡Ui c~e© my›`ie‡bi Pvu`cvB ‡i‡Äi k¨vjv b`xi g…Mgvix GjvKvq g½jevi ‡fv‡i Ggwf ‡UvUvj U¨vsKv‡ii av°vq Zjv ‡d‡U 3 jvL 57 nvRvi 668 wjUvi dv‡b©m ‡Zj wb‡q Wy‡e hvq U¨vsKvi Ggwf IwU mvD`vb© ÷vi ‡m‡fb| GB ‡Zj Qwo‡q c‡o c~e© my›`ie‡bi b`-b`x-Lvj I eb Af¨šÍ‡i

my›`ie‡bi m¤ú` GLb msK‡U

my›`ie‡b 6 nvRvi 17 eM© wK‡jvwgUvi AvqZ‡b evsjv‡`k As‡k ¯’j fv‡Mi cwigvb 4 nvRvi 1k 43 eM© wK‡jvwgUvi| Avi 4k 50wU ‡QvU-eo b`x I Lvj wb‡q Rj fv‡Mi cwigvb 1 nvRvi 8k 74 eM© wK‡jvwgUvi| Aóv`k kZvãxi ïiæ‡Z my›`ie‡bi AvqZb wQj eZ©gv‡bi cÖvq wظb| gvby‡li Kvi‡b my›`ie‡bi AvqZb AvR GLv‡b G‡m †V‡K‡Q| my›`ie‡b i‡q‡Q 3k 34 cÖRvwZi MvQcvjv, G Dw™¢`Kz‡ji 73 fvMB n‡”Q my›`ix MvQ, 16 fvM †MIqv| 1k 65 cÖRvwZi ˆkevj, 13 cÖRvwZi AwK©W| i‡qj †e½j UvBMvi I wPÎj nwibmn 32 cÖRvwZi ¯Íb¨cvqx, 35 cÖRvwZi mwim„c, 8 cÖRvwZi DfPi, 3k cÖRvwZi cvwL| wejyß cÖvq BiveZx Wjwdbmn 6 cÖRvwZi Wjwdb, Kzwgi, 2k 10 cÖRvwZi gvQ, 13 cÖRvwZi KuvKov, 26 cÖRvwZi wPswo, 1 cÖRvwZi je÷vi I 42 cÖRvwZi kvgyK, wSbyK i‡q‡Q my›`ie‡b| my›`ie‡bi m¤ú‡`i wnmve Kiv KwVb| my›`ie‡b `„k¨gvb m¤ú‡`i cwigvb 1k 58 †KvwU 9 nvRvi 8k 7 c‡q›U 80 wewjqb UvKv| Gme Kvi‡b ch©vU‡`i Kv‡Q my›`ieb n‡”Q cÖK…wZi Aci wek¦q| we‡lkÁ‡`i cÖv_wgK wnmve g‡Z c~e© my›`ie‡bi Puv`cvB I kib‡Lvjv †i‡Äi b›`cvov b`x †_‡K k¨vjv b`x n‡q AvÜvigvwbK b`x ch©šÍ gvQmn RjR cÖvbxmn Wjwd‡bi Af¨vq AvkÖg GLb Pog Aw¯ÍZ¡ msK‡U| g½jevi G A‡qj U¨vs¼Kvi Wzwei ci †_‡K Wjwd‡bi G Af¨vq AvkÖ‡g Avi Wjwd‡bi †`Lv wgj‡Q bv| Gme GjvKvi 2kÓ wK‡jvwgUvi hvqMv Ry‡o MvQcvjvi k¦vlg~‡j †Z‡ji Av¯Ívib covq g¨vb‡MÖvf e‡bi MvQcvjv `yÕmßvnvi g‡a¨ gi‡Z ïiæ Ki‡e e‡j we‡lkÁiv AvksKv cÖKvk K‡i‡Qb| Ggb gvby¯^m„ó `~©‡hv‡Mi gy‡LvgywL my›`ieb Avi KL‡bv `vovqwb|

Avnmvbyj Kwig

ev‡MinvU

11.12.2014

‡gvevBjt 01915882066

01711137212

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test