E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষা : আটক ১৪

২০১৪ ডিসেম্বর ১২ ১৮:০২:০২
বগুড়ায় স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষা : আটক ১৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোবাইলে ম্যাসেজের মাধ্যমে উত্তর সংগ্রহ করে লেখার সময় ১৪জন আটক হয়েছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হলে আদালত এক জনের দুই মাস ও বাকি ১৩ জনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আটককৃতদের কাছ থেকে একটি করে মোবাইল ফোন সেট উদ্ধার হয়েছে। ওই মোবাইলের ভিতরে একশত নম্বরের প্রশ্নের উত্তর পাওয়া গেছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মাসুদ ও ফয়সাল হক বগুড়া সার্কিট হাউসে আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলো জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামের জান্নাতুল ফেরদৌস (৩২)। নওগাঁর রানীনগর উপজেলার চক পারুইল গ্রামের মোস্তাফিজুর রহমান (২০) ও সদর মারমা গ্রামের আব্দুল হান্নান (২৯)। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গাবগাছী গ্রামের শহিদুল ইসলাম (২৭) ও গোবিন্দগঞ্জ উপজেলার খুকশিয়া গ্রামের শামীম প্রধান (২৬)। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিরুঞ্জা গ্রামের সন্তোষ কুমার প্রামানিক (২৮), শাজাহানপুর উপজেলার কাজলগাড়ী গ্রামের মোস্তাফিজার রহমান (৩০), কাহালু উপজেলার কালাই কন্নীপাড়ার মামুনুর রশিদ (২৯), নন্দীগ্রাম উপজেলার হুঁশিয়ারপাড়ার আক্কাস আলী (২৮), শিবগঞ্জ উপজেলার রহবল গ্রামের দেবব্রত কুমার(২২), ধুনট উপজেলার হোসেনপুর গ্রামের খোকন মিয়া (২৩), কুড়িগাতি গ্রামের কামরুল হাসান (২১) ও বাকশাপাড়ার রাফিউল রাফী (২৬)।

এদের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার বলায়গাথী গ্রামের জহুরুল ইসলামকে (২৭) বদলী পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বগুড়ার তিনটি পরীক্ষা কেন্দ্র, প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজ, পৌর উচ্চ বিদ্যালয় ও সিটি বালিকা বিদ্যালয়ে এই তিনটি কেন্দ্র থেকে তাদের মোবাইলসহ আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমান আদালতে নেওয়া হয়।

বগুড়ার নির্বাহী ম্যাজিস্টেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান মাসুদ ও ফয়সাল হক জানান, পাবলিক পরীক্ষা সমূহ আইন ১৯৮০ এর ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দণ্ড প্রদান করা হয়েছে। এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হলের মধ্যে ওই কয়েকজনের মোবাইল ফোনে উত্তর পাওয়া গেছে। এটি এক ধরনের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন।

(এএসবি/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test