E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ডুবে যাওয়া জাহাজের যে তেল কিনবে পদ্মা'

২০১৪ ডিসেম্বর ১২ ১৮:৪৬:২৫
'ডুবে যাওয়া জাহাজের যে তেল কিনবে পদ্মা'

মাদারীপুর প্রতিনিধি : সুন্দরবনের শ্যালা নদীতে জ্বালানি তেলসহ ট্যাংকারডুবির ঘটনায় তেল ছড়িয়ে পড়ায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ডুবে যাওয়া জাহাজের যে তেল এখন নদীতে ভাসছে, সেই তেল ৩০ টাকা লিটার দরে কিনে নেবে পদ্মা অয়েল কোম্পানি।

স্থানীয়দের ব্যাপকভাবে তেল তোলার জন্য আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে মাদারীপুর সার্কিট হাউজে সাইফ পাওয়ার লিমিটেডের সৌজন্যে জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, সুন্দরবনের ভাসমান তেল ধ্বংস করতে কান্ডারী-১০ পাঠান হয়েছে। এর মাধ্যমে রাসায়নিক পদার্থ ভাসমান তেলের ওপর ছিটানো হবে। এটি দিলে তেল একবারে পানির নিচে পড়ে যাবে।

শাজাহান খান বলেন, বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তর এখনও যাচাই-বাছাই করছে। তারা দেখবে তেলে ক্ষতিকর কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে এ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হবে। এরপর আর তেল পানির ওপরে ভাসমান অবস্থায় থাকবে না।

তিনি বলেন, ‘রবিবার বিষয়টি নিয়ে দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

(ওএস/অ/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test