E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণপূর্ত অফিসের স্টার্ফ কোয়াটার থেকে গৃহবধূর লাশ উদ্ধার:স্বামী আটক

২০১৪ ডিসেম্বর ১৩ ১৮:৪১:৪৭
গণপূর্ত অফিসের স্টার্ফ কোয়াটার থেকে গৃহবধূর লাশ উদ্ধার:স্বামী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার গণপূর্ত অফিসের স্টাফ কোয়াটার থেকে ঝুলন্ত অবস্থায় হাফিজা খাতুন ওরফে শিল্পী (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গণপূর্ত ভবনের পাম্প অপারেটর মনসুর রহমান তালুকদারের স্ত্রী ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার পাকবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। জিজ্ঞাসবাদের জন্য পুলিশ গৃহবধুর স্বামীকে করেছে।

সদর থানার উপ পরিদর্শক আবুল কালাম জানান, প্রথম স্ত্রী মারা যাবার পর ৬ বছর আগে শিল্পী খাতুনকে দ্বিতীয় বিয়ে করে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মহল্লায় গণপূর্ত অফিসের স্টাফ কোয়ার্টারে বসবাস করছিল মনসুর তালুকদার। বিয়ের পর থেকে আগের পক্ষের সন্তানদের নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে মনসুর বাড়ী থেকে বের হয়ে গেলে শিল্পি খাতুন নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

(এসএস/পি/ডিসেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test