E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু

২০১৪ ডিসেম্বর ১৪ ১৬:৩৭:৪৫
চাটমোহরে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :ঘন কুয়াশা, শৈত্য প্রবাহ ও হাড় কাঁপানো শীতে পাবনার চাটমোহরের জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চাটমোহরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১২ জন।

মৃত শিশু হলো বড়াইগ্রাম উপজেলার রেজাউল করিমের দেড় বছরের ছেলে নুর মোহাম্মদ। শনিবার চাটমোহর পৌর এলাকার ছোট শালিখা মহল্লায় নানা আব্দুল মালেকের বাড়িতে বেড়াতে এসে শিশুটি মারা গেছে।

এছাড়া নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১২ জন। এরা হলো, উপজেলার হিয়ালদহ গ্রামের ইয়াকুব আলীর দেড় বছরের ছেলে ইমরান, রাজারদিয়ার গ্রামের জানে আলমের ৪ দিনের ছেলে রনি, দোদারিয়া গ্রামের মাজেদুলের ১০ মাসের ছেলে শরীফ, ইকরামের ১৫ দিনের ছেলে সাঈদ, শাহপুরের মহরম আলীর ৭ মাসের ছেলে ইমন, গোপালপুর গ্রামের আলমগীরের ২ বছরের ছেলে সিয়াদ, ভবানীপুর গ্রামের লিটন হোসেনের ১৯ মাসের ছেলে আব্দুল্লাহ, হান্ডিয়ালের রিমন (১) ও জোনাইল গ্রামের মোকতার হোসেনের ৩ দিনের ছেলে মাহিন।

এ ছাড়া প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শিশু। বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টে। শীতবস্ত্রেও সংকটে দূর্ভোগ পোহাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। রোববার সারাদিন সূর্যেও দেখা মেলেনি। হত দরিদ্ররা শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরা রহমান জানান, ঠান্ডজনিত রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে। তিনি আক্রান্ত শিশু ও বৃদ্ধদের দ্রুত হাসপাতালে নেবার পরামর্শ দেন।

(এসএইচএম/এসসি/ডিসেম্বর১৪,২০১৪)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test