E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হানাদাররা আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল : মমতাজ

২০১৪ ডিসেম্বর ১৪ ২০:৩৫:৪৪
হানাদাররা আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল : মমতাজ

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, জাতির উজ্জ্বল নক্ষত্রদের হত্যার মাধ্যমে হানাদাররা আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল লড়াকু বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও যেন বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু, দুর্বল ও দিক-নির্দেশনাহীন হয়ে পড়ে। মেধা ও নেতৃত্বশূন্য হয়ে পড়লে সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না এমন নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই হায়েনারা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। তারই ধারাবহিকতায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং জেল হত্যার মত নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে ৭১ এর পরাজিত শক্তি। নানা চক্রান্ত রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাধীনতা লাভের দীর্ঘ সময় পর আওয়ামীলীগ সরকার যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার বিচার শুরু করেছে। ইতিমধ্যে ৫ জনের বিচারের রায় দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে শত ষড়যন্ত্র, আন্তর্জাতিক চক্রান্ত, হুমকি-ধমকি উপেক্ষা করে এক গণহত্যাকারী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে কলঙ্ক মোচনের শুভ সূচনা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, এড মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতা,প্রদীপ কুমার রায়, তবিবর রহমান তবি, শেরিন আনোয়ার জর্জিস, এড. আমান উল্লাহ, শফিকুল আলম আক্কাস, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, মতিউল ইসলাম মিন্টু, মোস্থাফিজার রহমান ঘুটু, এড. জাকির হোসেন নবাব, আমিনুল ইসলাম ডাবলু, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, ডালিয়া নাসরিন রিক্তা, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, জুলফিকার রহমান শান্ত, আসলাম হোসেন, আরিফুর রহমান আরিফ প্রমুখ। এর আগে সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমীতি করণ কালোপতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

(এএসবি/পি/ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test