E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাশুড়িয়া কলেজে ছাত্রলীগের হামলা, ক্লাস বন্ধ

২০১৪ ডিসেম্বর ১৫ ১৮:৩২:৩১
দাশুড়িয়া কলেজে ছাত্রলীগের হামলা, ক্লাস বন্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্যের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ডিগ্রী কলেজে হামলা ও ব্যাপক ভাংচুর  করেছে। এসময় বন্ধ হয়ে যায় ক্লাস। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।  কলেজের শিক্ষকরা জানান, ২০-২৫ জন ছাত্র কলেজের করণিকের রুমে প্রবেশ করে তারা ফরম পূরণের অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদ জানান। এ সময় ছাত্ররা অধ্যক্ষের কক্ষে ঢুকে সেখানে থাকা মাইকে ঘোষণা দিয়ে সবাইকে ছাত্র মিলনায়তনে এসে জড়ো হওয়ার আহব্বান জানান। কিছুক্ষণ পর অপরিচিত আরও বেশ কয়েকজন বহিরাগত ছাত্র ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষকে রাজাকার, জামায়াত-শিবিরের অনুসারী বলে দায়ী করে তার অপসারণের দাবিতে শ্লোগান দেন।

এসময় তারা কলেজের অফিস কক্ষে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। অধ্যক্ষের কক্ষেও প্রবেশ করে তারা সেখানে থাকা চেয়ার-টেবিল ভাংচুর করে শ্লোগান দিতে দিতে ক্যাম্পাস ত্যাগ করেন। অতর্কিত ঘটনায় আতংকিত হয়ে পড়েন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা কলেজ ত্যাগ করে। শিক্ষক ও ছাত্রদের কেউ কেউ ছাত্র লীগ এই হামলা চালিয়েছে বলে জানায়। শিক্ষক আবুল কায়সার জানান, ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্য করায় অসন্তোষ হয়ে কলেজের কিছু ছাত্রলীগ কর্মী এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর ঈশ্বরদীর ইউএনও রফিকুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ মহাবিদ্যালয়ে ছুটে আসেন।

অধ্যক্ষ জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তার ধারণা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে অসন্তোষের কারণে এ ঘটনা ঘটেছে। তবে, কলেজের পক্ষ হতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।

এ ব্যাপারে উপজেলা ছাত্র লীগের সভাপতি যুবায়ের বিশ্বাসও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, উচ্চ মাধ্যমিকের ফরম পূরণের জন্য ওই কলেজে ৩২০০-৩৫০০ টাকা ফিস অনৈতিক ভাবে আদায় করা হচ্ছিল। সাধারণ ছাত্ররা এই অনৈতিক ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বিশৃংখলা সৃষ্টি করেছে। এর সাথে ছাত্র লীগের কোন সম্পর্ক নেই।

(এসকেকে/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test