E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস পালন

২০১৪ ডিসেম্বর ১৬ ১৯:৪৯:৪৩
বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস পালন

বড়লেখা প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ও স্বাধীনতা বিরোধীদের নির্মূলের অঙ্গিকারের মধ্য দিয়ে বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বড়লেখার সর্বস্থরের জনগন। ঘড়ির কাটায় রাত ১২টা ১ বাজতেই প্রথমে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, নির্বাহী অফিসার, বড়লেখা পৌরসভার মেয়র, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, নাট্য যোদ্ধা, সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। শহীদ মিনার প্রাঙ্গনে জনতার ঢল নামে। মঙ্গলবার সকালে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে পৌর শহরে উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, আনজুমানে আল-ইসলাহ্ বিজয় র‌্যালি বের করে। বিজয় র‌্যালি পরবর্তীতে স্থানীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগ, বিএনপি, আনজুমানে আল-ইসলাহ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান :

বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৪০০জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন প্রমুখ।

(এলএফ/পি/ডিসেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test