E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

২০১৪ ডিসেম্বর ১৬ ২০:০৮:১৬
মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি : বগুড়া প্রেসক্লাব আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতার ৪৩ বছরের যে অগ্রগতি তা বাধাগ্রস্ত করতে যেমন অপচেষ্টা চালানো হচ্ছে, তেমনি স্বাধীনতা বিরোধীরা নানাভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজকে অগ্রণীভূমিকা পালন করতে হবে। সভায় স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সকলকে সজাগ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২ টায় ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু, সমুদ্র হক, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আরিফ রেহমান, আমজাদ হোসেন মিন্টু, জে এম রউফ, আব্দুস সালাম বাবু, গৌরব চন্দ্র দাস, সবুর আল মামুন, আবুল কালাম আজাদ প্রমুখ। এরআগে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারি সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

(এএসবি/পি/ডিসেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test