E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আখাউড়া স্থলবন্দরে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

২০১৪ ডিসেম্বর ১৭ ১২:৩৫:৪৫
আখাউড়া স্থলবন্দরে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ট্রাকশ্রমিক ও রফতানিকারক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব নিরসন না হওয়ায় রবিবার থেকে শুরু হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে অচলাবস্থা বুধবারও কাটেনি। ফলে ৪ দিন ধরে বন্ধ রয়েছে বন্দরটির আমদানি-রফতানি কার্যক্রম।

এদিকে আমদানি-রফতানি না থাকায় বন্দরে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রফতানিকারক ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায়ের দাবি থেকে শ্রমিকরা সরে না আসায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের ট্রাকগুলো ৩-৪ দিন ধরে বন্দরে আটকা পড়ে আছে। বিষয়টি মীমাংসা হলেই সেগুলো ভারতে প্রবেশ করবে।’

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানিয়েছেন, অচলাবস্থা কাটাতে বুধবার দুপুরে ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test