E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গণশুনানী

২০১৪ ডিসেম্বর ১৭ ১৪:২০:১৬
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গণশুনানী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সামাজিক নিরীক্ষার মাধ্যমে সরকারি প্রাথমিক শিক্ষাসেবার পরিবীক্ষন প্রতিবেদনের আলোকে উপজেলা পর্যায়ে গণশুনানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের আহবায়ক গাজী নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আ. মালেক খান ও এবিএম হুমায়ুন কবির প্রমুখ।

উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে ও একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় আভাস’র সফল প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সফল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. আলী আহসান। অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক, এনজিওকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কলাপাড়া নীলগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের ৩৪ টি প্রাথমিক বিদ্যালয়ের উপর প্রাথমিক সমীক্ষায় শিক্ষার বর্তমান অবস্থা, সমস্যা ও সমস্যা সমাধানে বিভিন্ন নির্দেশনা সমীক্ষার মাধ্যমে তুলে ধরা হয় গণশুনানী অনুষ্ঠানে।

(এমকেআর/এএস/ডিসেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test