E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নূর হোসেনের ভাইয়ের গাড়ি উদ্ধার

২০১৪ মে ০৪ ১৮:৫৭:৩৪
নূর হোসেনের ভাইয়ের গাড়ি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পুলিশ দুপুরে শিমরাইল মোড়ে অবস্থিত শামীম ওসমানের মামা শ্বশুর সামসুদ্দিন আহমেদের জিএম গ্লাস ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নূর হোসেনের ছোটভাই জজ মিয়ার একটি প্রাইভেট কার উদ্ধার করেছে। জানা গেছে, জজ মিয়া ৭ হত্যা মামলার আসামী।

এদিকে দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের মালিকানাধীন হাজী বদরউদ্দিন সুপার মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর করে নিহত নজরুল ইসলামের সমর্থক ও বিক্ষুব্ধ এলাকাবাসী।প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুর আনুমানিক বারোটায় নজরুলের সমর্থকরা এলাকাবাসীদের নিয়ে মিছিল করে এসে অতর্কিতে নূর হোসেনের মালিকানাধীন হাজী বদরউদ্দিন সুপার মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। পরে পুলিশ এসে তাদেরকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।দুপুরে একই এলাকায় নূর হোসেনের পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান এ.বি.এস এর অফিসে আইন শৃংখলা বাহিনী অভিযান চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।নজরুলের সমর্থকদের অভিযোগ,পুলিশ খুনীদের পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। তারা বলেন, নূর হোসেন ও মামলার অন্যান্য আসামীরা এলাকাতেই ছিল।পুলিশ ইচ্ছা করলে তাদের গ্রেফতার করতে পারত।
এদিকে দুপুরে জেলা পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, নূর হোসেন ও তার সহযোগীদের গ্রেফতার করার জন্য পুলিশ সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে।আইন শৃংখলাবাহিনীর বিভিন্ন সংস্থা বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, সাত হত্যা মামলায় এপর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক উপস্থিত ছিলেন।বিকেলে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, কাউন্সিলর নজরুল ইসলাম এবং এডভোকেট চন্দন সরকার সহ সাত হত্যা মামলা তদন্ত করার জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে।বিকেলে মামলায় গ্রেফতারকৃত ১৫ আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
বিকেলে শহরের দুই নং রেল গেইট এলাকায় সমাবেশে করেছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। একই সময়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
(এএইচপি/এএস/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test