E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী

২০১৪ ডিসেম্বর ১৮ ১৫:০৯:৩৬
মৌলভীবাজারে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরে মহান বিজয় দিবস উপলক্ষে গড়ীব,অসহায় মানুষের সাহায্যার্থে বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী পালিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১৮ ই ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন যাবত এই কর্মসূচী পালিত হয় ।

এতে প্রায় পাঁচ শতাধিক নারী/পুরুশ ও শিশু-কিশোর তাদের নিজ নিজ রক্তের গ্রুপ পরীক্ষা করান, সেবামূলক এই কর্মসূচী পালনে ঐ এলাকার মানুষদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে আর এতে ব্যাপক জনসচেতনতাও লক্ষ্য করা গেছে। সেচ্ছাসেবী সংগঠন সোনালী সপ্ন যুব সংঘের সহযোগিতায় ৩দিন ব্যাপী সম্পূর্ন ফ্রি এ কর্মসুচীর আয়োজন করে অগ্রগামী কোচিং সেন্টার নামে স্থানীয় একটি প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটি ঐ এলাকায় ব্যাপক শিক্ষা কার্যক্রম ছাড়াও গড়ীব ও ঝড়ে পড়া শিক্ষার্থীদেরকে বিনামুল্যে শিক্ষাদানে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে আর এতে করে ঐ এলাকার শিশুরা স্কুলে যেতে উৎসাহিত হচ্ছে,সম্প্রসারিত হচ্ছে শিক্ষার আলো। তিন দিন ব্যাপী এ কর্মসূচীতে যেমন খুশি তেমন সাজো, ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান ছাড়াও আযোজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা/পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

(এমএকে/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test