E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু !

২০১৪ ডিসেম্বর ১৮ ১৮:০৪:৫৮
সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু !

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের আভিসিনা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সোহেল আখতারের চিকিৎসা অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু আলমাস (৪৫দিন) উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামের ইনসাফ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে শহরের বাস টার্মিনালের সামনে অবস্থিত চিকিৎসকের বাস ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আলমাসের নানী মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, সকাল পৌনে নয়টার দিকে অসুস্থ নাতিকে ডা. সোহেল আখতারের বাসার চেম্বারে নেয়া হয়। এসময় ডাক্তার তাৎক্ষনিক নাতিকে এক ঝলক দেখে বাসায় চলে যান। এরপর শ্বাসকষ্টের কারনে নাতির অবস্থা দ্রুত অবনতির দিকে গেলেও চিকিৎসকের চেম্বারের অন্যান্যরা চিকিৎসার বিষয়ে কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় আলমাসের নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে গেলে চেম্বারের লোকজন চিকিৎসককে খবর দেয়।

এ ঘটনার পর নিহতের স্বজনদের কান্নায় ডাক্তারের চেম্বার ও ও বাসভবনের নিচে অবস্থিত একটি ক্লিনিকে ভীড় জমে যায়। এসময় তারা শিশুটির মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করে তার শাস্তি দাবী করেন। পরে এলাকাবাসীর হাতে চিকিৎসক ডা. সোহেল আখতার লঞ্ছিত হন।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. সোহেল আখতার চিকিৎসা অবহেলার কথা স্বীকার করে জানান, আভিসিনা হাসপাতাল থেকে ফেরার পথে ওই শিশুকে দেখে ক্লিনিকের উপর তলায় অবস্থিত নিজের বাসায় গিয়েছিলাম। প্রথম দেখায় শিশুটির অবস্থা এতো খারাপ বোঝা যায়নি।

(এসএস/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test