Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ ডিসেম্বর ১৯ ১২:০১:২১
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর ও চৈতন্যতে শুক্রবার সকালে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ও অপরজন হলেন নসিমনচালক। তাদের দুইজনের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রয়েছে।

নরসিংদীর শিবপুরের সৈয়দনগর পুলিশ ফাঁড়ির সার্জেন আনোয়ার হোসেন জানান, সকাল ১১টায় কারারচরে ঢাকা থেকে ফিরে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ও নরসিংদীগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন। অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চৈতন্যে ট্রাকের ধাক্কায় একটি নসিমন উল্টে চালক নিহত ও একযাত্রী আহত হন। পৃথক দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test