E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মাসেতু বহুমূখী প্রকল্পে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

২০১৪ ডিসেম্বর ২১ ১৮:২৫:৫৭
পদ্মাসেতু বহুমূখী প্রকল্পে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি : পদ্মাসেতু বহুমূখী প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তরা ক্ষতি পূরণের দাবিতে রবিবার দুপুর ১২ টায় প্রায় ৪০ কি.মি. দূর থেকে এসে মাদারীপুর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। আগামী ১৭ জানুয়ারির মধ্যে সরকার ক্ষতিপূরণ না দিলে হরতালসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনের আগে ২ শতাধিক নারী-পুরুষ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে তারা প্রেসক্লাবে দাবি-দাওয়া সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন, সংগ্রাম ও সমন্বয় কমিটির আহবায়ক আব্দুর রশিদ সিকদার।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, পদ্মাসেতু প্রকল্পে জমি অধিগ্রহণ, ঘর-বাড়ি, দোকানপাট পুনস্থাপন, গাছ-পালা ও এনজিও বিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মহিউদ্দিনের ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দক্ষিণ চরজানাজাত ও উত্তর বাখরেরকান্দি মৌজার জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখনো ১ হাজার ২০০ পরিবার তাদের ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিগ্রস্থরা কমিশনার অফিসে আবেদন করেও কোন ফল পায়নি। ইতোপূর্বে তারা ১২ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের সামনে, ১৬ আগষ্ট কাওরাকান্দি ঘাটে ও ১৭ অক্টোবর একই স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর মাজার অভিমূখে পদযাত্রা ও গণক্রন্দন কর্মসূচি পালন করে। অবিলম্বে ক্ষতিগ্রস্থদের ন্যায্য পাওনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

আগামী ১৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানা না হলে কাওরাকান্দি ঘাটে গণ-অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। এরপরেও দাবি আদায় না হলে আগামী ২১ জানুয়ারি হরতালের মত কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের প্রায় ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির নেতা আবদুর রশিদ সিকদার, মো. হারুণ বয়াতি, সেলিম বেপারী, আলতাফ হাওলাদার, মমতাজ বেগম, সোনা মিয়া শেখ, আবদুর রহিম মাতুব্বর প্রমুখ।

(এএসএ/এএস/ডিসেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test