E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণতান্ত্রিক বাজেটের দাবিতে সিরাজগঞ্জে আলোচনা সভা

২০১৪ ডিসেম্বর ২৩ ১৫:২০:৪৩
গণতান্ত্রিক বাজেটের দাবিতে সিরাজগঞ্জে আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলা ভিত্তিক গনতান্ত্রিক বাজেটের দাবিতে সিরাজগঞ্জে কর ব্যবস্থা, সুশাসন ও জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখা আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মাহবুব আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারী রাশিদাজ্জোহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. মুসা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাবিনা ইয়াসমিন হাসি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার খ,ম আখতার হোসেন, জেলা জজ কোর্টের এপিপি শামিমা ইয়াসমিন রিমা, গনতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখার আহবায়ক হেলাল আহমেদ,সদস্য সচিব আলহাজ শওকত আলী, প্রবীন শিক্ষক আব্দুল হালিম, কাওয়াখোলা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডু, আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, শার্পের উপ পরিচালক গোলাম কিবরিয়া টুকু প্রমুখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন শহিদুল ইসলাম।

সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের উধ্বর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএস/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test