E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় মদ ও ফেনসিডিল জব্দ

২০১৪ ডিসেম্বর ২৪ ১২:৩২:৩২
চুয়াডাঙ্গায় মদ ও ফেনসিডিল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রতিরামপুর ও কুসুমপুর সীমান্ত থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করেছে বিজিবি। যার মূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

বুধবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো জব্দ করা হয় ।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রতিরামপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করে।

এর আগে, ভোর ৫ টার দিকে কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে নায়েক সুবেদার নজরুল ইসলাম ফোর্সসহ সীমান্তের একটি ঝোপে ওৎপেতে ছিল। এসময় ২-৩ জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করা হয়।

(ওএস/অ/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test