E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিসংঘ বিশেষজ্ঞ দলের কর্মপরিকল্পনা প্রকাশ

২০১৪ ডিসেম্বর ২৪ ১৪:৫৮:৩৮
জাতিসংঘ বিশেষজ্ঞ দলের কর্মপরিকল্পনা প্রকাশ

বাগেরহাট প্রতিনিধি : শ্যালা নদীতে ফার্নেস অয়েল নি:সরণে সংকটাপন্ন ওয়ার্ল্ড হ্যরিটেজ সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অবস্থা দ্বিতীয় দিনের মতো সরেজমিনে পরীক্ষা-নিরিক্ষা শুরু করেছে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ দল।

বুধবার সকাল থেকে ৪টি স্প্রীডবোড ও ২টি ছোট লঞ্চ যোগে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই বন্যপ্রাণী অভায়ারণ্যসহ শ্যালা নদী থেকে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষন শুরু করেছে। ৬টি দলে ভাগ হয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে শ্যালা নদীসহ ক্ষতিগ্রস্ত এলাকার পানি, নদীর তলদেশেসহ মাটি, ফার্নেস অয়েল লেগে থাকা বিভিন্ন প্রজাতির ঘাস, গাছপালাসহ পরিক্ষা-নিরিক্ষা ও জীব-বৈচিত্র্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষন করেছেন। বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম প্রেস ব্রিফিংএ জানিয়েছেন তাদের কর্মপরিকল্পনার কথা।

বুধবার সকাল ১০টায় জাতিসংঘের প্রতিনিধি দল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম প্রেস ব্রিফিং করেছেন । প্রতিনিধি দলের গত দুদিনের কাজের পরবর্তী কর্ম পরিকল্পনা সর্ম্পকে সাংবাদিকদের জানানো হয়েছে । প্রেস ব্রিফিংয়ে জানান, শ্যালা নদীতে তেল বিপর্যায়ে এই ফার্নেস অয়েলের ক্রিয়া-প্রতিক্রিয়া কেমন হতে পারে। সুন্দরবনের কি ধরনের ক্ষতি হতে পারে । সেটাকি স্থায়ীত্ব কতো ।

সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রানীসহ যে প্রানী কুল রয়েছে তার কোন ক্ষতি হতে পারে কিনা, সেটা আসলে কি ধরনের ক্ষতি হতেপারে । এখানের নদ-নদী গুলোতে যে জলজ প্রাণী রয়েছে তার কোন ক্ষতি হয়েছে কিনা । হয়ে থাকলে সেটা কি ধরনের ক্ষতি হতে পারে । এই সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্য ও বনজীবী ও বন সন্নিহিত লোকালয়ের মানুষের জীবন-জীকার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে সেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এ প্রতিনিধি দলটি ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত কাজ করবে । এ ৬টি টিমের রির্পোট ২৯ ও ৩০ ডিসেম্বর একত্র করে পর্যালোচনার পর ৩১ ডিসেম্বর সরকারের কাছে তাদের প্রতিবেদন পেশ করবেন । এরপরে ঢাকায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন । আজকের প্রেস ব্রিফিং তারা সাংবাদিকদের কোন প্রশ্নে উওর দেননি। কর্মপরিকল্পনা জানায়নি প্রথম দিন সুন্দরবনে তাদের কাজের কোন ফলাফল।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৭টি দেশের বিশেষজ্ঞদের নিয়ে ২৫ সদস্যের এদলটি গত ৯ ডিসেম্বর ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্রাংকার ডুবিতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল নি:সরণে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষনসহ পরিক্ষা-নিরিক্ষার ফলাফল জানাতে অপারগতা প্রকাশ করেছে বিশেষজ্ঞ দলটি বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম পর্যবেক্ষনের ফলাফল ইউএনডিপি কান্ট্রি অফিসের মাধ্যমে জানানো হবে বলে বন বিভাগের ডিএফও আমীর হোসাইন চৌধুরী জানান। পর্যবেক্ষক টিমটি তাদের কার্য মেয়াদে ক্ষতিগ্রস্ত চাঁদপাই বন্যপ্রাণী অভায়ারণ্যসহ শ্যালা নদী হতে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকায় ৪-৫ দিন সুন্দরবনের মধ্যে জলযানে থেকে সরেজমিন পরির্দশন ও নানা বিষয় নিয়ে পরিক্ষা-নিরিক্ষা করবে।

এদিকে, মংলাবন্দর কতৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে । নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব শফিক আলম মেহেদী বুধবার বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজ পরিদর্শন করবেন ।

অন্যদিকে, একইদিন বুধবার বিকেলে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব মো. নজিবুর রহমান শেলা নদীর অয়েল ট্যাংকার দূর্ঘটনা স্থল পরিদর্শন ও জাতিসংঘ পর্যবেক্ষনরত টিমের কার্যক্রম পরিদর্শন শেষে রাতে স্থানীয় প্রশাসন, পরিবেমও বনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মংলা বন্দর কতৃপক্ষের সভাকক্ষে মতবিনিময়ের কথা রয়েছে ।

(একে/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)



পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test