E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাগজে-কলমেই সীমাবদ্ধ আনন্দ স্কুলের কার্যক্রম

২০১৪ ডিসেম্বর ২৪ ১৬:৪৪:০৮
কাগজে-কলমেই সীমাবদ্ধ আনন্দ স্কুলের কার্যক্রম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ও ঝড়ে পড়া দরিদ্র শিশুদের পড়াশুনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু প্রকল্পের আওতায় পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষকেরা নিয়মিত বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের নামে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তির টাকা উত্তোলন করে নিলেও বাস্তবে কোন স্কুলেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের। ওই উপজেলার ১৩টি ইউনিয়নে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে আনন্দ স্কুলের কার্যক্রম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত দু’বছর পূর্বে শুরু হওয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩০টি আনন্দ স্কুলে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে কিন্তু অধিকাংশ এলাকায় গিয়ে কাগজে-কলমের এসব বিদ্যালয়ের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা এসব বিদ্যালয় কিংবা কারা শিক্ষক-শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কিংবা কারাইবা শিক্ষার্থী তাও বলতে পারছেন না।

উপজেলার কালিকাপুর গ্রামের মেইকার বাড়ির সম্মুখের গফুর মাষ্টার আনন্দ স্কুলের কার্যক্রম দেখতে গেলে স্থানীয়রা সাংবাদিকদের জানান, তারা বিদ্যালয়টি সম্পর্কে কিছুই জানেন না। অপর একটি সূত্রে জানা গেছে, সরকারীভাবে বরাদ্দকৃত শিক্ষকদের জন্য বেতন-ভাতা ও শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির টাকা নিয়মিত ভাবে মাসের নির্ধারিত তারিখে উত্তোলন করে নেয়া হয়। একটি সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যোগসাজসে নামে বেনামে শিক্ষার্থী ও শিক্ষকদের নামে আনন্দ স্কুলের জন্য সরকারী ভাবে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে তা আত্মসাত করা হচ্ছে। সোনালী ব্যাংক মেহেন্দিগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রতিমাসে ৮০ টাকা ও শিক্ষকদের জন্য তিন হাজার টাকা ভাতা বরাদ্দ আসে। এসব টাকা প্রতিমাসেই উত্তোলন করে নেয়া হয়।

টাকা নেয়ার মধ্যেই কেবল সীমাবদ্ধ থানা আনন্দ স্কুল সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মোহাম্মদ জাকী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম উলে-খিত অভিযোগের আশিংক সত্যতা স্বীকার করে বলেন, আগামী জানুয়ারি মাসে ভিজিট করে নামেমাত্র স্কুল বন্ধ ও অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে।

(টিবি/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)





পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test