E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভর্তি পরীক্ষায় লটারী পদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

২০১৪ ডিসেম্বর ২৪ ১৬:৪৮:২১
ভর্তি পরীক্ষায় লটারী পদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা লটারী পদ্ধতি বাতিলের দাবিতে মাইজদী-চৌমুহানি প্রধান সড়ক বুধবার সকাল ১১টার দিকে ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এসময় বিক্ষুব্ধ অভিভাবকরা ক্যাম্পাসে ঢুকে ভবনের জানালার গ্লাস ভাংচুর করে এবং ভারপ্রাপ্ত সুপরিনটেনডেন্ট আমিরুল ইসলাম ও শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেয় ঘন্টাব্যাপী সুপরিনটেনডেন্ট আমিরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে অবরোধ উঠিয়ে দিলে অভিভাবকরা পিটিআই ক্যাম্পাসে ঢুকে ভবনের জানালার গ্লাস ভাংচুর করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৪০টি আসনের বিপরীতে ৩৭৮টি ফরম বিক্রি হয়। ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্ব ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষার পরির্বতে নোটিশ দিয়ে জানানো হয় লটারী মাধ্যমে ভতি পরীক্ষা চুড়ান্ত হবে। ফরম জমা দিতে এসে লটারী পদ্ধতি অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

একাধিক অভিভাবক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরিক্ষার মাধ্যমে ১ম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া হয়। এবারও আমরা একই নিয়মে ফরম কিনেছি। বিদ্যালয়ে এসে দেখি ভর্তি পরীক্ষার প্রক্রিয়া বাদ দিয়ে লটারী মাধ্যমে ভর্তি পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ভারপ্রাপ্ত সুপরিনটেনডেন্ট আমিরুল ইসলাম জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের মুঠোফোনে নিদের্শ মোতাবেক আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার পদ্ধতি বাদ দিয়ে লটারী প্রক্রিয়ার মাধ্যামে ভর্তি পরীক্ষা নোটিশ দিই। কিন্তু নোটিশ দেখে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রধান সড়ক অবরোধ, বিদ্যালয়ের জানালার গ্লাস ভাংচুর, আমার কক্ষ ও শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে।

(জেএইচবি/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test