E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

চাটমোহরে স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণ

২০১৪ ডিসেম্বর ২৪ ১৭:১৭:৩৩
চাটমোহরে স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অপহরণের এক সপ্তাহ পর উদ্ধার হওয়া ধর্ষিত স্কুলছাত্রী বুধবার আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি প্রদান করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মঈনুদ্দীন জানান, পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করেন। পরে বিজ্ঞ আদালত মামলার বাদী মেয়েটির মা লেকজান বেগমের জিম্মায় দিয়েছেন মেয়েটিকে।

অপহরণ ও আটকে রেখে ধর্ষণের এক সপ্তাহ পর সোমবার মেয়েটিকে শাহনগর একটি ইটভাটার কাছে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। হাসপাতালে ৩ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গঠন করে মেয়েটির চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন।

জানা গেছে, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রাম মহাজের পাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে অষ্টমনিষা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে গত ১৫ ডিসেম্বর সেনগ্রাম হিন্দুপাড়ার নির্মল সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর, তার ২ সহযোগি চরসেন গ্রামের (বর্তমান রেলবাজার) সিরাজ হোসেনের ছেলে আলমগীর ও দোদারিয়া গ্রামের বিশা প্রাং এর ছেলে লিটন অপহরণ করে। মেয়েটি ওই দিন তার মামার বাড়ি যাওয়ার পথে জাবরকোল ব্রীজের কাছে একটি সিএনজি অটোটেম্পু করে তাকে অপহরণ করা হয়।

এরপর তাকে রেলবাজার এলাকায় আলমগীরের বাড়িতে আটকে রেখে মিঠুন প্রতি রাতেই তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে চাটমোহর থানায় অপহৃতার মা লেকজান বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলা নং-১৬।

থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি সম্পন্ন হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

(এসএইচএম/এটিআর/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test